আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। মস্তক বালিয়াড়ি,পুচ্ছ বালিয়াড়ি ও পার্শ্ব বালিয়াড়ি কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
মস্তক বালিয়াড়ি (Head Dune),পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune) ও পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune) ?
মস্তক বালিয়াড়ি (Head Dune):
বায়ুপ্রবাহ তার গতিপথে কোন বাঁধার সম্মুখীন হলে সেই বাঁধার প্রতিবাত অংশে যে বালিয়াড়ি গড়ে ওঠে, তাকে মস্তক বালিয়াড়ি (Head Dune) বলে ।
উদাঃ
থর মরুভূমিতে মস্তক বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
মস্তক বালিয়াড়ি -র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
- এরা অনেকটা পাখির ঠোঁটের মত আকৃতিবিশিষ্ট হয়
পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune):
বায়ুপ্রবাহ তার গতিপথে কোন বাঁধার সম্মুখীন হলে সেই বাঁধার পিছনদিকেও অল্প পরিমানে বালি পরিবাহিত হয় এবং তা ঐ স্থানে থিঁতিয়ে পড়ে বালিয়াড়ি সৃষ্টি হলে, তাকে পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune)বলে ।
উদাঃ
থর মরুভূমিতে পুচ্ছ বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
পুচ্ছ বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
- এরা দেখতে স্তূপাকৃতি হয় ।
পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune):
বায়ুপ্রবাহ তার প্রবাহপথে বাঁধার সম্মুখীন হলে বাঁধার দু পাশ দিয়ে প্রবাহিত হয় । এর ফলে বাঁধার দুই পাশে বালি থিঁতিয়ে পড়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়,তাকে পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune)বলে ।
উদাঃ
থর মরুভূমিতে পার্শ্ব বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
পার্শ্ব বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এরা আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
- এরা দেখতে দণ্ডাকৃতি হয় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] Dune), চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি (Hairpin Dune), মস্তক বালিয়াড়ি (Head Dune), পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune), পার্শ্ব […]
[…] Dune), চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি (Hairpin Dune), মস্তক বালিয়াড়ি (Head Dune), পুচ্ছ বালিয়াড়ি (Tail Dune), পার্শ্ব […]
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ৯. মস্তক বালিয়াড়ি (Head Dune)………[বিস্তারিত পরবর্তী […]
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ৯. মস্তক বালিয়াড়ি (Head Dune)………[বিস্তারিত পরবর্তী […]
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ৯. মস্তক বালিয়াড়ি (Head Dune)………[বিস্তারিত পরবর্তী […]