বিল কি ?

0
বিল বলতে কি বোঝ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা শিখবো বিল বলতে কি বোঝো বিষয়টি অনেক ক্ষেত্রে ব্যবহারযোগ্য বা আমাদের সাধারণ জ্ঞান হিসাবে থাকা প্রয়োজন। বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর পেতে পারবে। বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বিল বলতে কি বোঝ?

উত্তর ভারত ও উত্তর – পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে স্থানে স্থানে মাঝেই মাঝেই স্বাভাবিক উপায়ে সৃষ্ট আবদ্ধ জলাভূমি দেখতে পাওয়া যায় । এদের বিল বলে ।

উদাহরণঃ হাওড়ার সাতরাগাছি বিল , কোচবিহারের রসিক বিল , উত্তর ২৪ পরগনার বল্লির বিল বা বিল বল্লি প্রভৃতি ।

বৈশিষ্ট্যঃ বিল – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • মূলত প্লাবন ভূমি অঞ্চলে স্বাভাবিকভাবেই বিল সৃষ্টি হয় ।
  • এগুলি অগভীর প্রকৃতির হয় ।
  • বর্ষাকালে এগুলি জলে ভরে ওঠে এবং শুষ্ক ঋতুতে প্রায় শুকিয়ে যায় ।

গুরুত্বঃ বিল – এর গুরুত্বগুলি নিম্নরূপ

  • এগুলি জীববৈচিত্র্যপূর্ণ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ।
  • স্থানীয় মৎস চাহিদার এক বিরাট অংশ বিল থেকে আসে ।
  • অতিরিক্ত জল ধারণ করে বিল জলমগ্নতার হাত থেকে পার্শ্ববর্তী জনবসতি অঞ্চলগুলিকে রক্ষা করে ।
  • বর্ষার ধান ও শুষ্ক সময়ে বিভিন্ন কৃষিফসল এখানে উৎপাদিত হয়ে থাকে ।
  • পদ্ম , শাপলা , পানিফল , হোগলা প্রভৃতি আহরণ করে স্থানীয় মানুষজন জীবিকা নির্বাহ করে ।

বর্তমান পরিস্থিতিঃ অত্যাধিক মানবিক কার্যাবলীর কারণে বর্তমানে বিলগুলি ভয়াবহ হুমকির মুখোমুখি হয়েছে । পরিস্থিতি কিছুটা নিচে তুলে ধরা হল

  • মাছ চাষের ব্যক্তিগত ভেড়ি কেটে , কৃষিজমিতে রূপান্তর করে , বসতি বিস্তার করে দিনের পর দিন বিলগুলির আয়তন সংকুচিত হচ্ছে ।
  • পার্শ্ববর্তী জনবসতি এলাকা থেকে নিত্যনৈমিত্তিক অবিশ্লেষ্য আবর্জনা ও নোংরা জল এসে বিলের গভীরতা ও জীববৈচিত্র্য উভয়ই হ্রাস করছে ।
  • অবাধে মৎস ও অন্যান্য জলজ প্রানী শিকার , পরিযায়ী পাখি শিকার , উদ্ভিদ সংগ্রহ বিলের বাস্ততান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে তুলছে ।
  • অনেক বিলকে নদীর সাথে খালের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে । এর ফলে জোয়ারের নোনা জল বিলে প্রবেশ করে বিলের স্বাভাবিক বৈশিষ্ট্যাবলী বিঘ্নিত হচ্ছে ।
  • উপরিউক্ত ঘটনা প্রবাহ বিলগুলির দ্রুত অবনমন ঘটাচ্ছে । তাই মানবিক কার্যাবলীর মাধ্যমে বিলের চরিত্রের পরিবর্তন অবশ্যই সতকর্তার সাথে পরিচালিত করতে হবে ।

উপরোক্ত বিষয়টি নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে সাহায্য করুন। বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।