নদীর উৎস কি?

0
নদীর উৎস কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। নদীর উৎস কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

নদীর উৎস কি?

সংজ্ঞাঃ

নদী যে অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার পর তার ঊর্দ্ধপ্রবাহ বা পার্বত্য প্রবাহের সূত্রপাত হয়, তাকে নদীর উৎস (River Source) বলে ।

উদাহরণঃ

গঙ্গা নদীর উৎস উত্তরাখন্ডের উচ্চ পার্বত্য অংশে গঙ্গোত্রী নামক হিমবাহ, ব্রক্ষ্মপুত্র নদের উৎস চেমায়ুং দং নামক হিমবাহ, কৃষ্ণা নদীর উৎস পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর নামক শৈলশিখর, লুনি নদীর উৎস আজমীরের দক্ষিণ পশ্চিমে নাগপাহাড়ের নিকট আনাসাগর প্রভৃতি ।

বৈশিষ্ট্যঃ

নদীর উৎস – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. উৎসস্থল নদী সৃষ্টির অন্যতম প্রথম ও প্রধান শর্ত ।
  2. উৎস অঞ্চলের উপরেই নদী বরফগলা জলে পুষ্ট হবে না বৃষ্টির জলে পুষ্ট হবে তা নির্ভর করে ।
  3. সাধারণত পাহাড় – পর্বত, মালভূমি ইত্যাদি উচ্চভূমির কোনো বিশেষ জলসরবরাহকারী অঞ্চল নদীর উৎসের ভূমিকা পালন করে ।
  4. একটি আদর্শ নদী সর্বদা তার উৎসস্থলকে সমুদ্রতলের ঢালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কাজ করে ।
  5. উৎসস্থল থেকে সৃষ্টি হওয়ার পর নদীর যে প্রবাহ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তাকে উর্দ্ধ প্রবাহ বা পার্বত্য প্রবাহ (Upper Or, Mountain Course) বলে
  6. উৎস অঞ্চলের উপরেই নদীর ক্ষয় , বহনঅবক্ষেপণ ক্ষমতা, জলের পরিমান, গতিবেগ, প্রবাহের দৈর্ঘ্য প্রভৃতি নির্ভর করে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।