দুন কি?

0
দুন কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। দুন কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

দুন কি?

সংজ্ঞাঃ

শিবালিক পাহাড় শিখরদেশ থেকে উত্তরে ক্রমশঃ নেমে গিয়ে চওড়া উপত্যকায় মিশেছে । শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী স্থানে সৃষ্ট নিম্ন উপত্যকা দুন (Doon) নামে পরিচিত।

উদাহরণঃ উত্তরাখণ্ডের দেরাদুন ৭৫ কিমি দীর্ঘ এবং ২০ কিমি প্রশস্ত। এটি হল হিমালয়ের বৃহত্তম দুন উপত্যকা। এছাড়া অন্যান্য দুন উপত্যকাগুলি হল পাটিয়া , চৌখাম্বা , কোটা প্রভৃতি।

উৎপত্তিঃ মূল হিমালয়ের অনেক পরে শিবালিক পর্বতের উত্থান , তাই পর্বতের উধ্বাংশ থেকে নেমে আসা নদীগুলি শিবালিক পর্বতে বাঁধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং পলি , নুড়ি , বালি দ্বারা ভরাট হতে থাকে । পরবর্তীকালে এখানকার নদীগুলি শিবালিক হিমালয়ের অংশ কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে গিয়ে দুন উপত্যকা গঠিত হয়। 

বৈশিষ্ট্যঃ দুন – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ

  • এই উপত্যকাগুলি সংকীর্ণ অর্থাৎ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়।
  • এগুলি প্রায় সমতল উপত্যকা।
  • পর্বত মধ্যস্থ এই উপত্যকাগুলিতে বৈপরীত্য উত্তাপের কারণে উষ্ণতা বেশি হওয়ায় কৃষি , পশুপালন ও পর্যটনের বিকাশের কারণে জনবসতি গড়ে উঠেছে।
  • এই উপত্যকা উর্বর মৃত্তিকা সমৃদ্ধ হওয়ায় কৃষিকাজ ভালাে হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।