থার্মোস্ফিয়ার কি?

0
থার্মোস্ফিয়ার কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। থার্মোস্ফিয়ার কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

থার্মোস্ফিয়ার কি?

সংজ্ঞাঃ

মেসোপজের পর থেকে প্রায় ৫০০ কিমি উচ্চতা পর্যন্ত অবস্থিত হালকা বায়ুস্তরকে থার্মোস্ফিয়ার (Thermosphere) বলা হয় । গ্রীক শব্দ “Thermos” এর অর্থ ‘উষ্ণতা’ ও “Sphere” এর অর্থ ‘মন্ডল’ ।

বিস্তারঃ

থার্মোস্ফিয়ারের বিস্তার  প্রায় ৯০ কিমি – ৫৫০ কিমি ।

বৈশিষ্ট্যঃ

থার্মোস্ফিয়ার – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. ১. অসংখ্য ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা আয়ন থাকায় থার্মোস্ফিয়ারের নীচের অংশকে আয়নােস্ফিয়ার বলে । আয়নােস্ফিয়ারের 90 থেকে ১৬০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম ‘ কেনেলি – হেভিসাইড স্তর । এই স্তর স্বল্প দৈর্ঘ্যের বেতারতরঙ্গগুলিকে প্রতিফলিত করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিয়াে যােগাযােগ সম্ভব করেছে ।
  2. উর্দ্ধ থার্মোস্ফিয়ারে চৌম্বকবিক্ষেপ জনিত কারণে সৃষ্ট অসংখ্য মুক্ত ইলেকট্রন কণা দ্বারা প্রতিফলিত তরঙ্গ সুমেরুতে সুমেরুপ্রভা ও কুমেরুতে কুমেরুপ্রভা নামের মেরুজ্যোতির সৃষ্টি করে ।
  3. এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উয়তা অতি দ্রুত হারে বাড়তে থাকে এবং উধ্বসীমায় তাপমাত্রা হয় । প্রায় ১৫০০ ° সে .।
  4. হালকা বায়ু দিয়ে গঠিত এই স্তরের ভর বায়ুমণ্ডলের মোট ভরের মাত্র ০.৫% ।
  5. এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।