তরাই কি?

0
তরাই কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। তরাই কি এই  বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

তরাই কি?

সংজ্ঞাঃ

শিবালিক হিমালয়ের পাদদেশে পূর্ব হিমালয়ের পার্বত্যভূমি থেকে বয়ে আসা মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোর্সা, রায়ডাক, বালাসন প্রভৃতি নদীবাহিত পলি, বালি ও মূলত নুড়িপাথর সঞ্চিত হয়ে সংকীর্ণ নিম্নভূমিতে এক ঘন অরণ্যাবৃত সাতসেঁতে অঞ্চল সৃষ্টি হয়েছে । এটি তরাই নামে পরিচিত । ‘ তরাই ‘ শব্দের অর্থ হল সাতসেঁতে ভূমি ।

অবস্থানঃ শিবালিক পর্বতাঞ্চলের নিম্নদেশ বরাবর এটি অবস্থিত হলেও এর মূল আঞ্চলিক অবস্থান পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমায়, জলপাইগুড়ি জেলার পূর্ব ও উত্তরাংশে এবং উত্তর দিনাজপুর জেলায় ।

উৎপত্তিঃ হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা নদীগুলি তাদের ক্ষয়িত ও বাহিত পদার্থগুলি পর্বতের পাদদেশে এই নিম্নভূমিতে সঞ্চয় করে । বালি, পলি, কর্দম, নুড়ি ও বিভিন্ন আকৃতির শিলাখন্ড বহুদিন ধরে এই অঞ্চলে জমা হয়ে চলেছে । উল্লেখ্য, এই অঞ্চলে অন্যান্য অবক্ষিপ্ত পদার্থের মধ্যে বালি – নুড়ির অবস্থিতিই বেশী, যা কালক্রমে তরাই ভূমি সৃষ্টি করেছে ।

বৈশিষ্ট্যঃ তরাই অঞ্চলের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এখানকার ভূমি যথেষ্ট নুড়ি , কাঁকর , বালি মিশ্রিত ।
  • এখানে বহু জলাভূমি দেখা যায় ।
  • জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র বা ভিজে ।
  • এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় ১০০ মিটার ।
  • এই অঞ্চল উত্তর – দক্ষিণে প্রায় ২০ কিমি – ৩০ কিমি অঞ্চল জুড়ে অবস্থিত ।
  • বালিমিশ্রিত মাটির কম জলধারণের ক্ষমতা ও জৈবপদার্থ কম থাকার কারণে এখানকার মাটির উর্বরতাশক্তি বেশ কম ।
  • এই অঞ্চল তিস্তার ডান তীরে অবস্থিত ।
  • এই অঞ্চল মোটামুটিভাবে উত্তর থেকে দক্ষিণে ঢালু ।
  • অসংখ্য নদীখাত অঞ্চলটিকে বিভিন্ন সমান্তরাল অংশে বিভক্ত করেছে ।
  • নদীখাতের নীচু অংশ বাদ দিলে অঞ্চলটি প্রায় সমতল । তবে এখানে সেখানে উচ্চভূমি ও ছোট ছোট পাহাড় চোখে পড়ে, যাদের উচ্চতা প্রায় ৪০০ মিটার – ৬০০ মিটার।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।