ট্রাক ফার্মিং কি ?

3
ট্রাক ফার্মিং কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ট্রাক ফার্মিং কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ট্রাক ফার্মিং কি ?

সংজ্ঞাঃ

মূল শহর থেকে অনতিদুরে অবস্থিত কৃষি অঞ্চলগুলি থেকে নিত্যপ্রয়োজনীয় উৎপাদিত কৃষি ফসলগুলিকে ট্রাকের মত উন্নত পরিবহন মাধ্যমের সাহায্যে উক্ত শহরাঞ্চলে নিয়ে আসার জন্য যে কৃষিনির্ভর ব্যবস্থা পরিচালিত হয়, তাকে ট্রাক ফার্মিং(Truck Farming) বলা হয় ।

উদাহরণঃ

মূলত ইউরোপের উন্নত দেশগুলিতে এই ব্যবস্থা প্রচলিত থাকলেও সম্প্রতি আমাদের আমাদের দেশেও এটি উত্তরোত্তর উন্নতি লাভ করছে ।

বৈশিষ্ট্যঃ

ট্রাক ফার্মিং-এর বৈশিষ্ট্যগুলি হলো

  1. এটি উন্নত, আধুনিক ও সুপরিচালিত একটি ব্যবস্থা ।
  2. উন্নত পরিবহন মাধ্যম এই ব্যবস্থার ধারক ও বাহক ।
  3. এই ব্যবস্থায় উৎপাদনক্ষেত্র হলো কৃষি অঞ্চল এবং বাজার হলো শহরাঞ্চল ।
  4. মূলত নিত্যপ্রয়োজনীয় শাকসব্জিই হলো এই ব্যবস্থায় উৎপাদিত ও পরিবাহিত প্রধান কৃষি ফসল ।

গুরুত্বঃ

ট্রাক ফার্মিং-এর গুরুত্বগুলি হলো

  1. শহরাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় প্রচুর চাহিদা মেটানো সম্ভব হয় ।
  2. কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় ।
  3. বাজার, পরিবহন ও কৃষিক্ষেত্র – এই তিনটি পরিবেশেই প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয় ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।