আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। গৌর কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
গৌর কি ?
সংজ্ঞাঃ
বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলাস্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হয় । এর ফলে শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে । স্তম্ভাকৃতি এইরকম শিলাস্তূপ গৌর (Gour) নামে পরিচিত ।
উদাঃ
রাজস্থানের থর মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
গৌর – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
- বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় ।
- এগুলি দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মত দেখতে হয় বলে এদের Mushroom Rockও বলে ।
- এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মত দাঁড়িয়ে থাকে ।
- এগুলি বায়ুর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ।
- এর উপরের অংশ প্রশস্ত ও অমসৃণ এবং নীচের অংশ সরু ও মসৃণ প্রকৃতির হয় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] ভূমিরূপগুলি হল – ১. গৌর (Gour)………[বিস্তারিত পরবর্তী […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট […]
[…] কার্যকরী হয় । সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট […]
Sir Sobi gulo color hobana
কাজ চলছে । শেষ হলে আপলোড করা হবে ।
Comments are closed.