অসংগত নদী কি?

0
অসংগত নদী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অসংগত নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

অসংগত নদী কি?

সংজ্ঞাঃ

নদীর মস্তকের দিকে ক্ষয়ের ফলে যে নদীর সৃষ্টি হয়, তাকে অসংগত নদী (Insequent Stream) বলা হয় । এই সকল নদীর সাথে আভ্যন্তরীণ গঠনের কোন সামঞ্জস্য বা সংগতি থাকে না, এইজন্য এই নদীগুলিকে অসংগত নদী বলা হয় । প্রধান নদীর সাথে এই নদীগুলি বেঁকে মিলিত হয় । প্রধান নদীর সাথে যেখানে এরা মিলিত হয় , তাকে নদী – সঙ্গম ( Accordant Junction ) বলে ।

বৈশিষ্ট্যঃ

অসংগত নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এই প্রকার নদীর সাথে আভ্যন্তরীণ গঠনের কোনো সামঞ্জস্য বা সংগতি থাকে না ।
  2. অসংগত নদী প্রবাহিত হয়ে প্রধান নদী বা অনুগামী নদীর সাথে মিলিত হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।