আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। অপসারণজনিত গর্ত কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
অপসারণজনিত গর্ত কি ?
সংজ্ঞাঃ
মরু অঞ্চলে বায়ুর অপসারণকার্যের ফলে বালুকণা অন্যত্র চলে গেলে অবনত স্থান সৃষ্টি হয় । কালক্রমে এটি গভীর হতে হতে গর্তের রূপ নিলে তাকে অপসারণজনিত গর্ত (Blow-Out) বলে । রাজস্থান মরুভূমিতে এগুলি “ধান্দ” নামে পরিচিত । UAE এর “কাতারা” বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত ।
উদাঃ
সোনেরান মরুভূমিতে অনেক অপসারণজনিত গর্ত দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
অপসারণজনিত গর্ত – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
- এগুলি ছোট-বড় বিভিন্ন আকৃতির হতে পারে ।
- বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে এইপ্রকার ভূমিরূপ সৃষ্টি হয়।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ৭. অপসারণজনিত গর্ত (Blow-Out)………[বিস্তারিত পরবর্তী […]
[…] হয় । সৃষ্ট ভূমিরুপঃ মরুদ্দ্যান, ধান্দ, প্লায়া প্রভৃতি […]
[…] হয় । সৃষ্ট ভূমিরুপঃ মরুদ্দ্যান, ধান্দ, প্লায়া প্রভৃতি । (খ) অবঘর্ষ […]
[…] হয় । সৃষ্ট ভূমিরুপঃ মরুদ্দ্যান, ধান্দ, প্লায়া প্রভৃতি […]
pic nai
Comments are closed.