অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি কি?

4

বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হওয়া বালিয়াড়িগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অগ্রবর্তী বালিয়াড়ি ও পরবর্তী বালিয়াড়ি । নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা হল –
অগ্রবর্তী বালিয়াড়িঃ সংজ্ঞাঃ অনেক সময় ঘূর্ণি বায়ুপ্রবাহের প্রভাবে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে অপর একপ্রকার বালিয়াড়ি সৃষ্টি হয় । একে অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune) বলে ।
উদাঃ থর মরুভূমিতে অগ্রবর্তী বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ অগ্রবর্তী বালিয়াড়ি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
খ) এরা দেখতে স্তূপাকৃতি হয় ।

পরবর্তী বালিয়াড়িঃ সংজ্ঞাঃ পুচ্ছ বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) বলে ।
উদাঃ থর মরুভূমিতে পরবর্তী বালিয়াড়ি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ পরবর্তী বালিয়াড়ি  র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার বালিয়াড়ি আকৃতিতে অপেক্ষাকৃত ছোট হয় ।
খ) এরা দেখতে ক্ষুদ্র স্তূপাকৃতি হয় । 

4 COMMENTS

  1. […] Dune), পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune), অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune), পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) প্রভৃতি […]

  2. […] Dune), পার্শ্ব বালিয়াড়ি (Lateral Dune), অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune), পরবর্তী বালিয়াড়ি (Wake Dune) প্রভৃতি […]

  3. […] পরবর্তী পোষ্টগুলিতে], ১২. অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune)………[বিস্তারিত পরবর্তী […]

  4. […] পরবর্তী পোষ্টগুলিতে], ১২. অগ্রবর্তী বালিয়াড়ি (Advanced Dune)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.