হিমসিঁড়ি বা হিমসোপান কি?

5
হিমসিঁড়ি বা হিমসোপান কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। হিমসিঁড়ি বা হিমসোপান কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

হিমসিঁড়ি বা হিমসোপান কি?

সংজ্ঞাঃ

পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে উপত্যকা বরাবর সিড়ির মত বহু ধাপ গঠিত হয় । এরকম ভূমিরূপকে হিমসিঁড়ি বা হিমসোপান (Glacial Steps) বলে । অনেক সময় হিমসিঁড়ির মধ্যে হিমবাহ গলে গিয়ে জল জমে হ্রদ তৈরী হয় । একে প্যাটার্নস্টার হ্রদ বলে ।

উদাঃ

হিমালয় পর্বতে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমসিঁড়ি বা হিমসোপান দেখা যায় ।

গঠনঃ

হিমসিঁড়ি বা হিমসোপান – এর তিনটি অংশ । যথা

  1. রাইডার – এটি উপত্যকার নিম্নপ্রান্ত ।
  2. রিগেল – এটি রাইডারের পিছনের অংশ এবং
  3. ট্রেড – এটি উদ্ধমুখী ঢালু অংশ ।

বৈশিষ্ট্যঃ

হিমসিঁড়ি বা হিমসোপান – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি সুউচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত হয় ।
  2. এটি হিমবাহের ক্ষয়কার্য জনিত তারতম্যের ফলে গঠিত হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

5 COMMENTS

Comments are closed.