আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। হিমশৈল কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
হিমশৈল কি ?
বুৎপত্তিগত অর্থঃ
‘Ice’ শব্দের অর্থ ‘হিম’ ও জার্মান শব্দ ‘Berg’-এর অর্থ ‘পাহাড়’ ; যা থেকে হিমশৈল কথাটি এসেছে ।
সংজ্ঞাঃ
উচ্চ অক্ষাংশে সমুদ্রে জলের উদ্ধদেশে হিমবাহের কিছু অংশ ভেঙে ভাসতে থাকে । সমুদ্রে ভাসমান এরূপ বিশালাকার বরফস্তূপকে হিমশৈল (Ice Berg) বলে।
উদাহরণঃ
উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায়শই হিমশৈল দেখা যায় । এরকম একটি হিমশৈলে ধাক্কা খেয়ে ১৯১১ সালে বিখ্যাত জাহাজ টাইটানিক এই মহাসাগরে ডুবে যায়।
বৈশিষ্ট্যঃ
হিমশৈলের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
- এর ১/৯ ভাগ জলের উপর ও ৮/৯ ভাগ জলের নীচে থাকে ।
- জলের ঊর্দ্ধচাপে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের বেগে হিমবাহের ভেঙ্গে পড়া অংশ হিমশৈলরূপে সমুদ্রে ভাসতে থাকে ।
- এগুলি ভাসতে ভাসতে উষ্ণ স্রোতের সংস্পর্শে আসলে বা নিম্ন অক্ষাংশে উপস্থিত হলে তা গলতে শুরু করে
- হিমশৈল গলে গেলে তার মধ্যে আবদ্ধ শিলাচূর্ন, কর্দম প্রভৃতি মুক্তি পেয়ে সমুদ্রে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।