আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। হিমমুকুট কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
হিমমুকুট কি ?
সংজ্ঞাঃ
পর্বতশীর্ষে অপেক্ষাকৃত হালকা হিমআবরণকে হিমমুকুট (Ice Cap) বলে ।
উদাহরণঃ
গ্রীণল্যান্ডে অবস্থিত পর্বতশ্রেণীগুলিতে দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
হিমমুকুট – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ
- এটি হিমবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ ।
- এগুলির আয়তন স্বল্প হয় ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।