হিমবাহের ক্ষয়কার্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপসমূহ সম্পর্কে লেখ ?

6
হিমবাহের ক্ষয়কার্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপসমূহ সম্পর্কে লেখ ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। হিমবাহের ক্ষয়কার্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

হিমবাহের ক্ষয়কার্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপসমূহ সম্পর্কে লেখ ?

উৎপত্তিস্থল থেকে সৃষ্টি হওয়ার পর থেকে হিমবাহ তার প্রবাহপথ সংলগ্ন অঞ্চল জুড়ে ভূ-ভাগকে ক্ষয় করতে করতে অগ্রসর হতে থাকে । একে হিমবাহের ক্ষয়কার্য (Erosional Works of Glaciers) বলে । হিমবাহ অধ্যুষিত উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমিরূপের পরিবর্তন প্রধানত হিমবাহের ক্ষয়কার্যের ফলেই সংঘটিত হয়ে থাকে । হিমবাহের ক্ষয়কার্যের মাত্রা নির্ভর করে হিমবাহের আয়তন ও বরফের গভীরতার উপর । একটি পুরু বরফের স্তূপবিশিষ্ট বিশাল হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত পাতলা ও ক্ষুদ্র হিমবাহ অপেক্ষা বেশী হয় । হিমবাহ অধ্যুষিত উচ্চ পার্বত্য অঞ্চল পরবর্তীকালে অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা কমবেশী প্রভাবিত হলেও সেখানে হিমবাহের ক্ষয়কার্যের ছাপ স্পষ্ট থেকে যায় ।

হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি / প্রক্রিয়াঃ

হিমবাহ মূলত তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে । যথা

  • উৎপাটন প্রক্রিয়া বা প্লাকিং (Pucking): হিমবাহের প্রবাহপথে যদি শিলাখন্ড উঠে থাকে, তাহলে হিমবাহের চাপে সেই শিলাখন্ড ক্রমেই আলগা হয়ে উৎপাটিত হয় । এছাড়াও, হিমবাহের প্রবাহপথে অবস্থিত পর্বতগাত্রের ফাঁটলগুলির ভিতরে জল প্রবেশ করলে তা পরবর্তীতে জমে পুনরায় বরফে পরিনত হয় । এর ফলে ফাঁটলে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং ফাঁটলগুলি ক্রমশ বেড়ে যেতে থাকে । এইভাবে একসময় হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে ঐ ফাঁটল বরাবর শিলাখন্ড সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা হিমবাহের উৎপাটন প্রক্রিয়া বা প্লাকিং (Pucking) নামে পরিচিত ।
  • অবঘর্ষ প্রক্রিয়া (Abrasion): উৎপাটন প্রক্রিয়ায় উৎপাটিত শিলাখন্ডগুলি হিমবাহ বহন করে নিয়ে যাওয়ার সময় হিমবাহের তলদেশে থাকা শিলাখন্ডগুলি হিমবাহের নিম্নদেশকে এবং পাশে থাকা শিলাখন্ডগুলি পার্শ্বদেশকে ক্ষয় করতে করতে এগিয়ে চলে । একে হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া (Abrasion) বলে ।
  • ঘর্ষন প্রক্রিয়া (Attrition): হিমবাহ দ্বারা উৎপাটিত শিলাখন্ডগুলি হিমবাহের সাথে বাহিত হওয়ার সময় পরস্পরের সাথে সংঘর্ষে আরও ছোট ছোট শিলাখন্ডে ভেঙে যায় । এই প্রক্রিয়াকে হিমবাহের ঘর্ষণ প্রক্রিয়া (Attrition) বলে ।

সৃষ্ট ভূমিরূপসমূহঃ

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো

  1. সার্ক (Cirque) বা করি (Corrie)
  2. হিমশিরা বা এরিটি (Arete)
  3. পিরামিড চূড়া (Pyramidal Peak)
  4. U-আকৃতির উপত্যকা (U -Shaped Valley)
  5. রসে মতানে (Roche Moutonne)
  6. ঝুলন্ত উপত্যকা (Hanging Valley)
  7. ক্র্যাগ টেল (Crag & Tail)
  8. কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার (Truncated Spur)
  9. ফিয়র্ড (Fiord)
  10. হিমসিঁড়ি বা হিমসোপান (Glacial Steps)
  11. কুঁজ (Whale Back)

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

6 COMMENTS

Comments are closed.