আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সামাজিক বনসৃজন এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
সামাজিক বনসৃজন সম্পর্কে লেখো ?
সংজ্ঞাঃ
মূলত সরকারী মালিকানাধীন অব্যবহৃত ফাঁকা জমি এবং পতিত জমিতে একক বা যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করাকে সামাজিক বনসৃজন (Socialforestry) বলে।
উপযুক্ত গাছঃ
নিম, শিরিষ, আম, ইউক্যালিপটাস, কৃষ্ণচূড়া, আকাশমণি প্রভৃতি ।
উদ্দেশ্যঃ
সামাজিক বনসৃজন – এর উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ
- বিভিন্ন বৃক্ষজাত উপকরণ যেমন – পাতা, ফুল, ফল, শুকনো কাঠ, রজন, মধু, মোম প্রভৃতি সংগ্রহের মধ্য দিয়ে সমাজের গরীব, দুঃস্থ মানুষদের কর্মসংস্থান সৃষ্টি করা ।
- পতিত, অনাবাদী জমির উর্বরতা পুনরুদ্ধার করা ।
- ভূমিক্ষয়ের পরিমান হ্রাস করা ।
- ভূদৃশ্যাবলীর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, এলাকাবাসীর বনভূমিকেন্দ্রিক সবুজ বিনোদনের ব্যবস্থা করা ।
- পরিবেশের ক্ষতিকর উপাদানজনিত দূষণ হ্রাস করা ।
- সংরক্ষিত বনভূমি, সুরক্ষিত বনভূমি, অভয়ারণ্য প্রভৃতির সহায়ক হিসাবে এদের উপর চাপ হ্রাস করা ।
- রাস্তার পাশে ছায়াশীতল পরিবেশ সৃষ্টি করা ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।