আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ?

0
সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ?

সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ মূলত তিন প্রকার । যথা – সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরি । নীচে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো

সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরিঃ

সংজ্ঞাঃ যে সকল আগ্নেয়গিরিগুলি থেকে প্রায়ই বা একটানা ভূগর্ভস্থ ম্যাগমা লাভারূপে নির্গত হতে থাকে, তাদের সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে ।

উদাহরণঃ মাউন্ট মৌনালোয়া, মাউন্ট স্ট্রম্বলী প্রভৃতি ।

বৈশিষ্ট্যঃ সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ

  1. একটানা অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটতে থাকে ।
  2. ম্যাগমা প্রকোষ্ঠ সাধারণত বৃহৎ আকৃতির হয় ।

শ্রেণীবিভাগঃ সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরিগুলিকে আবার দুটি উপবিভাগে বিভক্ত করা হয় । যথা

  1. অবিরাম আগ্নেয়গিরিঃ যে সকল সক্রিয় আগ্নেয়গিরিগুলি থেকে একটানা ভূগর্ভস্থ ম্যাগমা লাভারূপে নির্গত হতে থাকে, তাদের অবিরাম আগ্নেয়গিরি বলে ।
    উদাঃ হাওয়াই দ্বীপের মাউন্ট মৌনালোয়া
  2. সবিরাম আগ্নেয়গিরিঃ যে সকল সক্রিয় আগ্নেয়গিরিগুলি থেকে কিছুসময় অন্তর ভূগর্ভস্থ ম্যাগমা লাভারূপে নির্গত হতে থাকে, তাদের সবিরাম আগ্নেয়গিরি বলে ।
    উদাঃ ইতালির মাউন্ট স্ট্রম্বলী

সুপ্ত আগ্নেয়গিরিঃ

সংজ্ঞাঃ যে সকল আগ্নেয়গিরিগুলি থেকে বহুদিন যাবৎ অগ্নুৎপাত হচ্ছে না, কিন্তু অদুর ভবিষ্যতে যে কোনও সময় সেগুলি জেগে উঠতে পারে, তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে ।

উদাহরণঃ জাপানের মাউন্ট ফুজি, মাউন্ট রেইনার প্রভৃতি ।

বৈশিষ্ট্যঃ সুপ্ত আগ্নেয়গিরির বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ

  1. এইপ্রকার আগ্নেয়গিরির ম্যাগমা প্রকোষ্ঠ সাধারণত সাময়িকভাবে নিস্ক্রিয় হয়ে থাকে ।
  2. এইপ্রকার আগ্নেয়গিরিগুলি খুবই বিপদজনক প্রকৃতির হয় ।
    এবং

মৃত আগ্নেয়গিরিঃ

সংজ্ঞাঃ যে সকল আগ্নেয়গিরিগুলি বহুদিন ধরে নিস্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে আর কখনও সেগুলি থেকে অগ্নুৎপাতের সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে, তাদের মৃত গ্নেয়গিরি বলে ।

উদাহরণঃ মাউন্ট পোপো

বৈশিষ্ট্যঃ মৃত আগ্নেয়গিরির বৈশিষ্ট্যগুলো হলো নিম্নরূপ

  1. এইপ্রকার আগ্নেয়গিরির ম্যাগমা প্রকোষ্ঠ প্রায় পুরোপুরিভাবে নিস্ক্রিয় হয়ে পড়ে ।
  2. সংশ্লিষ্ট অঞ্চলে মানবিক কার্যাবলীর পরিমান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।