আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা শিলার কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
কোন শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয় ?
ব্যাসল্ট শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়।
লাভা জমাটবদ্ধ হয়ে কি সৃষ্টি হয় ?
লাভা জমাটবদ্ধ হয়ে ব্যাসল্ট সৃষ্টি হয়।
অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে কি সৃষ্টি হয় ?
অ্যানথ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট সৃষ্টি হয়।
আগ্নেয় শিলার একটি উদাহরণ দাও ?
আগ্নেয় শিলার একটি উদাহরণ ব্যাসল্ট শিলা।
জীবাশ্ম দেখা যায় কোন শিলায় ?
জীবাশ্ম দেখা যা কাদাপাথরে।
শেল কীভাবে প্লেটে পরিণত হয় ?
শেল রূপান্তরের মাধ্যমে প্রচণ্ড চাপে স্নেটে রূপান্তরিত হয় ।
ফিলাইট কী ?
ফিলাইট এক ধরনের কাদাপাথর ।
পিট কালা কীসে রূপান্তর হয় ?
পিট কয়লা গ্রাফাইটে রূপান্তর হয় ।
ব্ল্যাকবোর্ড লেখার কাজে কোন পাথর ব্যবহৃত হয় ?
ব্ল্যাকবোর্ড লেখার কাজে রূপান্তরিত শিলা প্লেট পাথর ব্যবহার করা হয় ।
রাস্তাঘাট নির্মাণে কোন শিলা ব্যবহার হয় ?
রাস্তাঘাট নির্মাণে রূপান্তরিড শিলা নিস ব্যবহার করা হয়।
গ্রানাইট শিলা কোথায় দেখা যায় ?
রাঁচিসহ সমগ্র ছোটোনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত।
কোন্ অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয় ?
চুনাপাথর যুক্ত অঞ্চলে বহুতল বাড়ি , রাস্তাঘাট নির্মাণ করা উচিত নয়।
শিলা গঠনকারী দুটি খনিজের নাম লেখো ?
শিলা গঠনকারী দুটি খনিজ সিলিকন , অক্সিজেন।
কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় ?
গহনা তৈরি , কাচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয়।
প্লাজিওক্লেজ ফেসপারের মূল রাসায়নিক উপাদান কী ?
প্ল্যাজিওক্লেজ ফেন্ডসপারের মুল রাসায়নিক উপাদান সোডিয়াম ।
ফেসপার কী কাজে ব্যাবহাররিত হয় ?
ফেল্ডসপার সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ব্যবহার হয়।
মোহ স্কেল কী ?
খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল মোহ স্কেল, এই স্কেলে 1-10 পর্যন্ত দশটি ভাগ আছে।
কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় ?
পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়।
একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও ?
একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হল ব্যাসাল্ট।
গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায় ?
গাঙ্গেয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায়।
গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো ?
গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কোয়ার্টজ।
উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ?
উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দু – প্রকার।
আগ্নিক শিলায় শতকরা কত ভাগ সিলিকা থাকে ?
65 % -এর বেশি সিলিকা থাকে।
নিঃসারী শিলার দানার ব্যাস কত ?
নিঃসারী শিলার দানার ব্যাস 1 মিলিমিটারের কম।
ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড কত পরিমাণ থাকে ?
ক্ষারকীয় শিলায় ক্ষারকীয় অক্সাইড 55 % -এর বেশি।
কোন পাথরের প্রবেশ্যতা খুব বেশি ?
বেলেপাথরের প্রবেশ্যতা খুব বেশি।
কোন্ শিলান্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ?
সচ্ছিদ্র পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম লেখো ?
একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার নাম হেমাটাইট।
পাইরোক্লাস্টিক শিলার একটি উদাহরণ দাও ?
ভুফ একটি পাইরোফ্লাস্টিক শিলা।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।