আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা শিলা ও মাটির কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
একটি পাললিক শিলার উদাহরণ দাও ?
বেলেপাথর পাললিক শিলার উদাহরণ।
আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও ?
ব্যাসল্ট আগ্নেয় শিলার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
তরমুজ চাষ হয় কোন মৃত্রিকায় ?
তরমুজ চাষ হয় বেলেমাটিতে।
মাটি সৃষ্টিতে কে পরোক্ষ প্রভাব ফেলে ?
মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি পরোক্ষ প্রভাব ফেলে।
উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা কেমন প্রকৃতির হয় ?
উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে মাটির গভীরতার প্রকৃতি বেশি হয়।
সৌধ নির্মাণে ব্যবহৃত হয় কোন পাথর ?
সৌধ নির্মাণে ব্যবহৃত হয় মারবেল পাথর।
এঁটেল মাটির জলধারণ ক্ষমতা কেমন প্রকৃতির ?
এঁটেল মাটির জলধারণ ক্ষমতা বেশি।
আগ্নেয় শিলাকে কি বলা হয় ?
আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয়।
প্রাথমিক শিলার উদাহরণ কি ?
প্রাথমিক শিলার উদাহরণ গ্রানাইট শিলা।
প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়িত পদার্থ জমা হয়ে কি সৃষ্টি করে ?
প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়িত পদার্থ জমা হয়ে রেগোলিথ সৃষ্টি করে।
জলধারণ ক্ষমতা খুব কম দেখা যায় কোন মৃত্রিকায় ?
জলধারণ ক্ষমতা খুব কম দেখা যায় বেলেমাটিতে।
রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় কি তৈরি হয় ?
রেগোলিথ থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়।
মাটির দানার মধ্যে ফাক কম থাকে কোন মৃত্রিকায় ?
মাটির দানার মধ্যে ফাক কম থাকে এঁটেল মাটিতে।
পাললিক শিলা সৃষ্টি হয় কোথায় ?
পাললিক শিলা সৃষ্টি হয় বারিমণ্ডলে।
দোআঁশ মাটির জলধারণ ক্ষমতা কেমন প্রকৃতির হয় ?
দোআঁশ মাটির জলধারণ ক্ষমতা মাঝারি প্রকৃতির হয়।
পৃথিবীর জন্মের পরে কোন শিলার সৃষ্টি হয় ?
পৃথিবীর জন্মের পরে আগ্নেয় শিলা সৃষ্টি হয়।
পরিবেশের অজৈব উপাদান কোনটি ?
পরিবেশের অজৈব উপাদান মাটি।
ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে কি বলে ?
ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে রেগোলিথ বলে।
খনিজ পদার্থ নয় এমন একটি পদার্থের নাম লেখো ?
খনিজ পদার্থ নয় এমন একটি পদার্থের নাম ডিটারজেন্ট।
এঁটেল মাটিতে বায়ু চলাচল ক্ষমতা কেমন ?
এঁটেল মাটিতে বায়ু চলাচল ক্ষমতা খুব কম।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।