সংজ্ঞাঃ অতিসূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লোয়েস সমভূমি (Loess Plain) বলে । ‘Loess’ শব্দটি জার্মান শব্দ ‘Loss’ থেকে এসেছে, যার অর্থ “সূক্ষ্ম পলি”। বিশিষ্ট জার্মান ভূ-বিজ্ঞানী রিকটোফেন (Richthofen) সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন ।
উদাঃ মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালিরাশি শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ুবাহিত হয়ে উত্তর চিনের হোয়াংহো নদীর অববাহিকায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণে সঞ্চিত হয়ে সেখানে এক বিস্তীর্ণ ও উর্বর লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে ।
অবস্থানঃ পৃথিবীতে মূলতঃ চারটি লোয়েস সমভূমি অঞ্চল দেখা যায় । যথা –
ক) এশিয়ার লোয়েস অঞ্চলঃ এশিয়ার উত্তর-পশ্চিম চীনে ৬৪৫ হাজার বর্গকিলোমিটারব্যাপী এই বিস্তীর্ণ অঞ্চলটি অবস্থিত ।
উত্তর-পশ্চিম চীনব্যতীত মধ্য-এশিয়ার আরও বিভিন্ন অববাহিকায় লোয়েস দেখতে পাওয়া যায় ।
খ) ইউরোপের লোয়েস অঞ্চলঃ ইউরােপে হিমবাহ সঞ্চিত সূক্ষ্ম বালু ও কর্দম পরে বায়ুবাহিত হয়ে দূরদেশে সঞ্চিত হওয়ার ফলে লােয়েশ গঠিত হয়েছে । জার্মানীতে মধ্য – ইউরােপের উচ্চভূমির উত্তরে যে অঞ্চল বাের্দি ( Borde ) নামে পরিচিত । এছাড়াও মধ্য বেলজিয়ামের নিম্ন – মালভূমি ও ফ্রান্সের উত্তর – পূর্ব এবং পূর্বাংশে লােয়েশ সঞ্চিত হতে দেখা যায় । ফ্রান্স ও বেলজিয়ামে এটি লিমন ( Limon ) নামে পরিচিত ।
গ) উত্তর আমেরিকার লোয়েস অঞ্চলঃ উত্তর আমেরিকার মিসিসিপি-মিসৌরী নদী উপত্যকা অঞ্চলে লোয়েস সঞ্চয় দেখা যায় । ইলিনয়, আইওয়া এবং নেব্রাস্কার মধ্য দিয়ে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিস্তীর্ণ অঞ্চল লোয়েস দ্বারা আবৃত ।
এবং
ঘ) দক্ষিন আমেরিকার লোয়েস অঞ্চলঃ লোয়েস অবক্ষেপ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পম্পাসেও দেখতে পাওয়া যায় ।
বৈশিষ্ট্যঃ লোয়েস সমভূমি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এর রং হলদে ।
খ) এটি অতি সুক্ষ্ম নরম, প্রবেশ্য ও চুনময় ।
গ) এই মাটি খুবই উর্বর ।
ঘ) এটি পলি দ্বারা গঠিত,যার মধ্যে কোণবিশিষ্ট কোয়ার্টজ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট এবং অন্যান্য খনিজের কণা একত্রে সংঘবদ্ধ অবস্থায় থাকে ।
ঙ) এই মৃত্তিকার প্রস্থচ্ছেদ করলে অসংখ্য উল্লম্ব সরু নল বা টিউবের ন্যায় ছিদ্রপথের অবস্থান দেখা যায় ।
চ) এর সূক্ষ্ম কণাগুলি পরস্পরের সাথে সুসংঘবদ্ধ অবস্থায় থাকে ।
ছ) লোয়েসের মধ্যবর্তী অসংখ্য ছিদ্রপথ থাকায় এর মধ্য দিয়ে জল সহজেই অভ্যন্তরে প্রবেশ করে ।
[…] ফলে সৃষ্টি হয় । এগুলি হল – লোয়েস সমভূমি (Loess Plain),বালির পাত (Sand Sheet),বালি শিরা (Sand […]
[…] ফলে সৃষ্টি হয় । এগুলি হল – লোয়েস সমভূমি (Loess Plain),বালির পাত (Sand Sheet),বালি শিরা (Sand […]
[…] ফলে সৃষ্টি হয় । এগুলি হল – ১. লোয়েস সমভূমি (Loess Plain)………[বিস্তারিত পরবর্তী […]
Geogaraphi hastory
PS ls
[email protected]
Comments are closed.