রসে মতানে কি?

2
রসে মতানে কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। রসে মতানে কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

রসে মতানে কি?

সংজ্ঞাঃ 

অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখন্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় । হিমবাহের ক্ষয় কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে শিলাখন্ডটি মসৃণ এবং তার বিপরীত দিকে অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায় । পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখন্ডে গঠিত একদিকে মসৃণ এবং অপরদিকে এবড়ো খেবড়ো এইরকম শিলাখন্ড বা ঢিবিকে রসে মতানে (Roche Moutonne) বলা হয় । ‘রসে মতানে’ একটি ফরাসি শব্দ, যার অর্থ উঁচু ঢিবি ।

উদাঃ

কানাডীয় শিল্ড অঞ্চলে রসে মতানে দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

রসে মতানে – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়াউৎপাটন প্রক্রিয়া – এই দুই প্রক্রিয়ার ফলে সৃষ্ট।
  2. এটি (কঠিন শিলার) একটি অবশিষ্ট শিলাস্তূপ ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।