আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমনের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
পরিবেশের অবনমনের একটি প্রাকৃতিক কারণ কি ?
পরিবেশের অবনমনের একটি প্রাকৃতিক কারণ ভূমিধস।
জাপানের ফুকুসিমাতে কী দুঘটনা ঘটে ?
জাপানের ফুকুসিমাতে পারমাণবিক দূর্ঘটনা ঘটে।
‘The Environment Protection Act’ চালু হয় কবে ?
‘The Environment Protection Act’ চালু হয় 1986 সালে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তাকে কি বলে ?
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন।
1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে বাঁচানোর জন্য কোন আন্দোলন করেছিলেন ?
1973 সালে উত্তরাখন্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে বাঁচানোর জন্য চিপকো আন্দোলন করেছিলেন ।
1992 সালে আর্থ সামিটটি কোথায় হয়েছিল ?
1992 সালে আর্থ সামিটটি রিও ডি জেনিরোতে হয়েছিল।
ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটির নাম কি ?
ভোপাল গ্যাস দুর্ঘটনা সৃষ্টিকারী গ্যাসটির নাম মিথাইল আইসো সায়ানাইড।
একটি বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাসের নাম লেখো ?
একটি বায়ুদূষণ সৃষ্টিকারী গ্যাসের নাম CO.
কোন্ প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয় ?
অতিরিক্ত বৃষ্টিপাত প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়।
ইউক্রেনের কোথায় কত সালে পরমাণু দূর্ঘটনা ঘটে ?
ইউক্রেনের চেরনোবিলে 1986 সালে পরমাণু দুর্ঘটনা ঘটে।
ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় কোন্ দেশে ?
ইউরোপের শিল্পবিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে।
কত সালে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটে ?
2011 সালে জাপানের ফুকুসিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটে।
সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি কোথায় দেখা গেছে ?
পাঞ্জাব ও হরিয়ানার গম বলয়ে।
‘আর্থ সামিট‘ কবে হয়েছিল ?
1992 সালে ‘আর্থ সামিট‘ হয়েছিল।
‘আর্থ সামিট’ – এ কতজন মানুষ ও কটি দেশ অংশ নেয় ?
30 হাজার মানুষ 178 টি দেশ অংশ নেয়।
গৃহীত প্রকল্প টির নাম কী ?
গৃহীত প্রকল্প টির নাম গঙ্গা অ্যাকশান প্ল্যান।
G – 20- র দেশগুলোর মধ্যে সবচেয়ে দূষিত শহর কটি ?
G – 20- র দেশগুলোর মধ্যে সবচেয়ে দূষিত শহর 20 টি।
G – 20- র সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে অবস্থিত কটি শহর ?
G – 20- র সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতে অবস্থিত 13 টি শহর।
পরিবেশের অবনমন কী ?
পরিবেশের গুণমান হ্রাস পাওয়াকে পরিবেশের অবনমন বলে।
পরিবেশ দূষণ কী ?
পরিবেশ দুষণ হল প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া।
পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকে পূরণ হয়ে যাওয়াকে কী বলে ?
পরিবেশের কোনো অংশের ক্ষতি নিজে থেকে পূরণ হয়ে যাওয়াকে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে।
বিদ্যুৎ উৎপাদন কীভাবে সভ্যতার ক্ষেত্রে ক্ষতিসাধন করছে ?
বিদ্যুৎ উৎপাদনকালে যে জ্বালানি পোড়ানো হয় তা থেকে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়।
জমির উর্বরতা কীভাবে হ্রাস পায় ?
তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য , ছাই পাশের এলাকার জমিতে জমা হয়ে জমির উর্বরতা হ্রাস করে।
মহারাষ্ট্রের কল্পনায় কবে ভূমিকম্প হয় ?
1967 সালে মহারাষ্ট্রের কল্পনায় ভূমিকম্প হয়।
জলসেচ কীভাবে ভূমিকম্প ঘটায় ?
বিশাল জলাধার নীচের শিলাস্তরে চাপ দেয় এবং ভূমিকম্প ঘটায়।
ডিনামাইট ফাটিয়ে কী করা হয় ?
ডিনামাইট ফাটিয়ে পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি করা হয়।
ভোপাল গ্যাস দুর্ঘটনা কৰে ঘটেছিল ?
1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।