মহাদেশীয় হিমবাহ কি?

0
মহাদেশীয় হিমবাহ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। মহাদেশীয় হিমবাহ এই  বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

মহাদেশীয় হিমবাহ কি?

সংজ্ঞাঃ

মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে হিমবাহ অবস্থান করে, তাকে মহাদেশীয় হিমবাহ (Continental Glacier) বলে । এই মহাদেশীয় বরফস্তূপ পূর্বে কোয়াটারনারী বরফ – যুগে ( Quaternary Ice Age ) আরও অধিক বিস্তৃত হয়ে উত্তর আমেরিকা , ইউরােপ ও এশিয়া মহাদেশের উত্তর দিকের এক বিশাল অংশকে আবৃত করেছিল । বর্তমানে গ্রীনল্যাণ্ড ও অ্যান্টার্কটিকা মহাদেশের বরফস্তূপ কোয়াটারনারী বরফ – যুগের অবশিষ্টাংশরূপে অবস্থান করছে । ধীরে ধীরে পৃথিবীর বায়ুমন্ডল – এর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে মহাদেশীয় হিমবাহের বিস্তার হ্রাসপ্রাপ্ত হয়ে দুটি মেরু অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে ।

উদাহরণঃ অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ । গ্রিনল্যান্ডেও এই রকম হিমবাহ দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ মহাদেশীয় হিমবাহ – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  • এর আয়তন অপেক্ষাকৃত বিশাল ।
  • এটি অত্যন্ত ধীরগতিসম্পন্ন ।
  • এইপ্রকার হিমবাহ পৃথিবীর প্রায় ১/১০ ভাগ অঞ্চল জুড়ে অবস্থিত ।
  • এরা সমুদ্রের জলরাশির এক বিশাল অংশকে ভূ-ভাগে আটকে রেখেছে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।