আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ভেন্টিফ্যাক্ট কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভেন্টিফ্যাক্ট কি ?
সংজ্ঞাঃ
মরু অঞ্চলে সারা বছর ধরে একটি নিদির্ষ্ট দিকে বাতাস প্রবাহিত হলে উন্মুক্ত শিলাখন্ডের প্রতিবাত ঢাল ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ ও সূচালো হয় এবং অনুবাত ঢাল এবড়ো খেবড়ো প্রকৃতির থাকে । এরকম একটি মসৃণ তলবিশিষ্ট ভূমিরূপকে ভেন্টিফ্যাক্ট (Ventifact) বলে । ল্যাটিন শব্দ “Ventus”এর অর্থ বাতাস ও “Fact” এর অর্থ সৃষ্টি হওয়া ।
উদাঃ
কালাহারি মরুভূমিতে ভেন্টিফ্যাক্ট দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
ভেন্টিফ্যাক্ট – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এটি একটি মসৃন তল বিশিষ্ট হয় ।
- এর গায়ে বাঁশির ছিদ্রের মত খাঁজ দেখা যায় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ৫. ভেন্টিফ্যাক্ট (Ventifact)………[বিস্তারিত পরবর্তী […]
[…] সৃষ্ট ভূমিরূপঃ গৌর, ইয়ার্দাং, জুইগেন, ভেন্টিফ্যাক্ট প্রভৃতি […]
Comments are closed.