ভেন্টিফ্যাক্ট কি?

2

সংজ্ঞাঃ মরু অঞ্চলে সারা বছর ধরে একটি নিদির্ষ্ট দিকে বাতাস প্রবাহিত হলে উন্মুক্ত শিলাখন্ডের প্রতিবাত ঢাল ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ ও সূচালো হয় এবং অনুবাত ঢাল এবড়ো খেবড়ো প্রকৃতির থাকে । এরকম একটি মসৃণ তলবিশিষ্ট ভূমিরূপকে ভেন্টিফ্যাক্ট (Ventifact) বলে । ল্যাটিন শব্দ “Ventus”এর অর্থ বাতাস ও “Fact” এর অর্থ সৃষ্টি হওয়া ।

উদাঃ কালাহারি মরুভূমিতে ভেন্টিফ্যাক্ট দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ ভেন্টিফ্যাক্ট – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এটি একটি মসৃন তল বিশিষ্ট হয় ।
খ) এর গায়ে বাঁশির ছিদ্রের মত খাঁজ দেখা যায় ।

2 COMMENTS

Comments are closed.