আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূমিরূপের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।
অল্প দূর বিস্তৃত নাতিউচ্চ শিলাস্তূপকে কি বলে ?
অল্প দূর বিস্তৃত নাতিউচ্চ শিলাস্তূপকে পাহাড় বলে।
সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোন অঞ্চলে ?
সর্বাধিক জনঘনত্ব দেখা যায় সমভূমি অঞ্চলে।
সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত ?
সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ 300 মিটারের কম।
মালভূমির অপর নাম কি ?
মালভূমির অপর নাম টেবিলল্যান্ড।
ভূমির উচ্চতা, গঠন, ঢাল, বন্ধুরতা ইত্যাদির ওপর ভিত্তি করে ভূমিরূপকে কয় ভাগে করা যায় ?
ভূমির উচ্চতা, গঠন, ঢাল, বন্ধুরতা ইত্যাদির ওপর ভিত্তি করে ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা যায়।
দুটি পর্বতের মাঝের নীচু অংশকে কি বলে ?
দুটি পর্বতের মাঝের নীচু অংশকে উপত্যকা বলে।
স্তূপ পর্বতের মস্তকভাগের আকৃতি কেমন ?
স্তূপ পর্বতের মস্তকভাগের আকৃতি চ্যাপটা প্রকৃতির।
জাপানের ফুজিয়ামা কি ধরণের পর্বত ?
জাপানের ফুজিয়ামা আগ্নেয় পর্বত।
লাভা মালভূমি কেমন প্রকৃতির ?
লাভা মালভূমি সঞ্চয়জাত প্রকৃতির।
যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো তাদের কি বলে ?
যেসব উচ্চভূমির চারদিকের ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো তাদের মালভূমি বলে।
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় গঠিত হয়েছে ?
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি গঙ্গানদীর মোহনায় গঠিত হয়েছে।
শিলাস্তরে ফাটলের ফলে কি সৃষ্টি হয় ?
শিলাস্তরে ফাটলের ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়।
পৃথিবীর স্থলভাগের অধিকংশে কি অবস্থিত ?
পৃথিবীর স্থলভাগের অধিকংশে মালভূমি অবস্থিত।
রকি পর্বতমালা কোথায় দেখা যায় ?
রকি পর্বতমালা উত্তর আমেরিকা দেখা যায়।
মধ্য ভারতের সাতপুরা কি ধরণের পর্বত ?
মধ্য ভারতের সাতপুরা স্তূপ পর্বত।
বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সণিত হলে কি সৃষ্টি হয় ?
বায়ুবাহিত বালি বহু দূরবর্তী স্থানে সণিত লোয়েস সমভূমি সৃষ্টি হয়।
পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?
পৃথিবীর ছাদ পামির বলা হয়।
লাভা সশ্চিত হয়ে কি সৃষ্টি হয় ?
লাভা সশ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়।
ভূমিরূপ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে ?
ভূমিরূপ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চতা পালন করে।
যেখানে বিভিন্ন পর্বতশ্রেণি পরস্পর মিলিত হয় তাকে কি বলে ?
যেখানে বিভিন্ন পর্বতশ্রেণি পরস্পর মিলিত হয় তাকে পর্বতগ্রন্থি বলে।
ভাঁজ দেখা যায় কোন পর্বতে ?
ভাঁজ দেখা যায় আগ্নেয় পর্বতে।
রকি পর্বতমালা কোথায় দেখা যায় ?
রকি পর্বতমালা উত্তর আমেরিকা দেখা যায়।
ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কি ধরণের পর্বত ?
ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয় পর্বত।
উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।