আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ভাবর কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভাবর কি?
সংজ্ঞাঃ
পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত শিবালিক পার্বত্যঞ্চলের পাদদেশ বরাবর অবস্থিত সংকীর্ণ নুড়ি পাথরময় ভূমিভাগকে ভাবর ( Bhabar ) বলে ।
উৎপত্তিঃ হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে অসংখ্য নদী শিবালিক অঞ্চলের পাদদেশে নেমে এসেছে । এইসকল নদীগুলি প্রাকৃতিকভাবেই অধিক পরিমাণে ক্ষয়প্রবণ এবং এদের বহন ক্ষমতাও অনেকাংশে বেশী । উচ্চতাহ্রাস জনিত কারণে এরা এই অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি, পাথর বা ট্যালাস জমা করতে থাকে , যা সঞ্চিত হয়ে কালক্রমে ভাবরের সৃষ্টি হয়েছে ।
বৈশিষ্ট্যঃ ভাবর অঞ্চল – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ
- এটি ৮ কিমি – ১৬ কিমি প্রশস্ত ।
- এখানকার ভূমিভাগ নুড়ি-পাথর দ্বারা গঠিত হওয়ায় অঞ্চলটি অত্যন্ত সচ্ছিদ্র প্রকৃতির ।
- এই অঞ্চলে ছোট ছোট নদীগুলি ভূমিভাগ সচ্ছিদ্র হওয়ার কারণে ভূ-অভ্যন্তরে প্রবেশ করে । যে নদীগুলি এই অঞ্চলে নুড়ি-পাথরের মধ্য দিয়ে ভূ-ভাগের ভিতরে প্রবেশ করে সেগুলিই আবার তরাই অঞ্চলে ফল্গুধারার মত আত্মপ্রকাশ করে ।
- এখানে বহু জলাভূমির সৃষ্টি হয়েছে ।
- এখানকার নদিগুলিতে বন্যার প্রকোপ দেখা যায় ।
- নুড়ি-পাথর সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চল কৃষিকার্যের পক্ষে সহায়ক নয় ।
- সমগ্র তরাই অঞ্চল জুড়েই গভীর বনভূমি সৃষ্টি হয়েছে ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।