ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ?

0
ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সম্পর্কে লেখ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা শিখবো ভূগোলের একটি গুরত্বপূর্ন বিষয় যে বিষয়টি পরীক্ষার জন্য খুবই উপযোগী। ছাত্রছাত্রীরা বিষয়টি অধ্যায়ন করলে তারা সহজেই পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সম্পর্কে বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সম্পর্কে লেখ?

পরিচিতিঃ ভারতের বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনার মধ্যে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা সর্ববৃহৎ নদী পরিকল্পনা । পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থান সরকারের মিলিত প্রচেষ্টায় এই পরিকল্পনা গৃহীত হয় । এই পরিকল্পনায় পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থানের শুষ্ক অঞ্চলে সেচ ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়টির দিকেও দৃষ্টি দেওয়া হয় , কারণ এই সকল রাজ্যে কয়লা বা খনিজতৈলের একান্ত অভাব লক্ষ্যনীয় । এই জলবিদ্যুৎ এই অঞ্চলে বিশেষত পাঞ্জাব ও হরিয়ানায় দ্রুত শিল্পবিকাশে এবং কৃষিকার্যে যথেষ্ট সহায়তা করেছে ।

উদ্দেশ্যঃ ভাকরা নাঙ্গাল পরিকল্পনা – র উদ্দেশ্যগুলি নিম্নরূপ

  • বাঁধ নির্মাণঃ এই পরিকল্পনায় পাঞ্জাবের শতদ্রু নদীতে ভাকরা ও নাঙ্গাল নামক দুইটি স্থানে দুইটি বাঁধ নির্মাণ করা হয়েছে । নিচে এই দুটি বাঁধ সম্পর্কে আলোচনা করা হল
  • ভাকরা বাঁধঃ রােপার থেকে প্রায় ৮০ কিলােমিটার উত্তরে শতদ্রু নদীর উপর প্রায় ৫১৮ মিটার দীর্ঘ এবং প্রায় ২২৬ মিটার উচ্চ এই বাঁধটি নির্মাণ করা হয়েছে । এটি পৃথিবীর উচ্চতম বাঁধ । ভাকরা বাঁধের পশ্চাতের জলাধারের জলধারণ ক্ষমতা ৭.৪ লক্ষ হেক্টর মিটার ।
  • নাঙ্গাল বাঁধঃ ভাকরা বাঁধের প্রায় ১৩ কিলােমিটার দক্ষিণে যেখানে শতদ্রু নদী শিবালিক পৰ্বতকে অতিক্রম করে সমভূমিতে প্রবেশ করেছে সেখানে নাঙ্গাল বাঁধ নির্মাণ করা হয়েছে । এই বাঁধটি প্রায় ২৮৭ মিটার দীর্ঘ এবং ২৯ মিটার উঁচু । নাঙ্গাল বাঁধের জলাধারের জলধারণ ক্ষমতা হল প্রায় ২,৯৭৬ হেক্টর মিটার ।
  • জলবিদ্যুৎ উৎপাদনঃ এই পরিকল্পনায় ভাকরা , কোটলা ও গাঙ্গুওয়ালে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে । ভাকরা বাঁধের বামতীরের জলবিদ্যুৎ কেন্দ্রে ৫ টি ৯০ মেগাওয়াট এবং ২ টি ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট স্থাপিত হয়েছে । নাঙ্গাল হাইডেল ক্যানেলের উপর গাঙ্গুওয়াল ও কোটলায় ২৯ মেগাওয়াট ক্ষমতাযুক্ত একটি করে ইউনিট স্থাপিত হয়েছে । পরবর্তীকালে ভাকরার দক্ষিণ তীরে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হওয়ায় বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাইয়া ১,২০৪ মেগাওয়াট হয়েছে ( ভাকরা – নাগাল প্রকল্পে ৬০৪ মেগাওয়াট এবং ভাকরা দক্ষিণ তীরে বিদ্যুৎ প্রকল্পে ৬০০ মেগাওয়াট ) ।
  • জলসেচ ও খাল খননঃ ভাকরা বাঁধ থেকে ভাকরা প্রধান খাল ও ভাকরা প্রধান শাখাখাল এবং নাঙ্গাল বাঁধ থেকে ৬৪ কিলােমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গখাল কাটা হয়েছে । এই পরিকল্পনায় মােট প্রায় ১,১০০ কিঃ মিঃ খাল ও ৩,৪০০ কিঃ মিঃ শাখাখাল কাটা হয়েছে । খালদুটির মাধ্যমে পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থানের কৃষিক্ষেত্রে সেচের জল নিয়ে যাওয়া হয় । এই খালগুলি প্রায় ২৭.৪ লক্ষ হেক্টর এলাকায় বিস্তৃত । এই খাল মাধ্যমে বর্তমানে ১৪.৬ লক্ষ হেক্টর কৃষিজমিতে জলসেচ করা সম্ভব হয়েছে ।
  • উপকৃত অঞ্চলঃ এই পরিকল্পনার ফলে সামগ্রিকভাবে পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থান বিশেষভাবে উপকৃত হয়েছে । এই সকল অঞ্চলে সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষির উল্লেখযােগ্য অগ্রগতি হয়েছে । খাদ্যশস্য , তুলা , ইক্ষু , তৈলবীজ প্রভৃতির উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । এই পরিকল্পনায় যে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা বিভিন্ন শিল্পকর্মে , সেচকার্যে , বৈদ্যুতিক নলকূপ থেজে জল তুলতে এবং পল্লী অঞ্চলে বিদ্যুৎসংযোগ কার্যে ব্যবহার করা হয় । কেবল পাঞ্জাব , হরিয়ানা ও রাজস্থানেই নয় , এই বিদ্যুৎ সুদূর দিল্লী অঞ্চলেও সরবরাহ করা হয় । এই পরিকল্পনার ফলে এই অঞ্চলের কৃষিক্ষেত্রের সঙ্গে সঙ্গে শিল্পক্ষেত্রেও যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছে ।

উপরোক্ত বিষয়টি নিয়ে কোনো বিস্ময় থাকলে নীচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কাছে সাহায্য দায়ক মনে হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।