বোরা কি?

1
বোরা (Bora) কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বোরা কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বোরা (Bora) কি?

সংজ্ঞাঃ

শীতকালে আল্পস পর্বত থেকে দক্ষিণ ইটালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে একরকমের শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, যা বোরা (Bora) নামে পরিচিত । Bora’ একটি গ্রীক শব্দ, যার অর্থ ‘স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন বৃষ্টি’ ।

প্রভাবিত অঞ্চলঃ

আল্পস পর্বতের দক্ষিণ ঢাল বরাবর নিম্নগামী হওয়ার পর অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলে বোরা বায়ুপ্রবাহ তার প্রভাব বিস্তার করে ।

বৈশিষ্ট্যঃ

বোরা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

  1. এটি একপ্রকার শীতল ও শুষ্ক আঞ্চলিক বায়ুপ্রবাহ ।
  2. এটি শীতকালে প্রবাহিত হয় ।
  3. বোরা তীব্রগতিসম্পন্ন বায়ু, কখনও কখনও এটি ১৫০ কিমি / ঘণ্টা বা তারও বেশী গতিবেগে প্রবাহিত হয়ে থাকে ।

প্রভাবঃ

বোরা – র প্রভাবগুলি হলো নিম্নরূপ

  1. এটি একপ্রকার শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহ, যার প্রভাবে সংশ্লিষ্ট স্থানের উষ্ণতা হ্রাস পায়, বিশেষতঃ ইউরোপ মহাদেশের দক্ষিণ প্রান্তের দেশগুলিতে তীব্র শৈত্যপ্রবাহের সৃষ্টি করে এবং অতিরিক্ত ঠান্ডার জন্য স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় ।
  2. সংশ্লিষ্ট অঞ্চলে উচ্চচাপপ্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি করে ।
  3. ভারতীয় উপমহাদেশে পশ্চিমি ঝঞ্ঝা সৃষ্টির পিছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

1 COMMENT

Comments are closed.