বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া কি?

0

মরুভুমি অঞ্চলে স্থানে স্থানে বায়ুপ্রবাহ বাঁধার সম্মুখীন হলে বায়ুপ্রবাহের গতিবেগ কমে যায় এবং বায়ুমধ্যস্থিত বালিকণাগুলি জমা হতে থাকে । একে বায়ুর সঞ্চয় কার্য বলে । বায়ুর সঞ্চয়কার্যের প্রক্রিয়া মূলত তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় । যথা –
ক) অধঃপাতন প্রক্রিয়াঃ বায়ুপ্রবাহের গতি ক্রমশ কমে গেলে বায়ু মধ্যস্থিত বালিকণাগুলি থিতিয়ে পড়ে সঞ্চিত হয় । এই প্রক্রিয়াকে অধঃপাতন প্রক্রিয়া বলে ।
খ) উপলেপন প্রক্রিয়াঃ বায়ুপ্রবাহের লম্ফদান ও গড়ান প্রক্রিয়ায় বাহিত বালিকণাগুলি কোন বাঁধার সম্মুখীন হলে সেইস্থানেই সঞ্চিত হতে থাকে । একে উপলেপন প্রক্রিয়া বলে ।
গ) অধিগ্রহণ প্রক্রিয়াঃ বালিকণা যখন বায়ুবাহিত হয়ে মরু অঞ্চলব্যতীত অন্য কোন অঞ্চলে সঞ্চিত হয়, তখন তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলে ।