আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বায়ুর বহনকার্যের প্রক্রিয়া কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বায়ুর বহনকার্যের প্রক্রিয়া কি?
মরুভূমি অঞ্চলে প্রবল গতিসম্পন্ন বায়ু তার প্রবাহের সাথে বালিরাশি এক স্থান থেকে আর এক স্থানে বহন করে নিয়ে যায় । একে বায়ুর বহন কার্য বলে।বায়ুর গতিবেগ, বালুকণার আকার ও ভারের উপর বায়ুর বহন কার্য নির্ভর করে । বায়ুর বহনকার্যের প্রক্রিয়া তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় । যথা
- ভাসমান প্রক্রিয়াঃ মরুভূমি অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের সাথে অতিসুক্ষ্ম (<০.০০৫ মিমি ব্যাসযুক্ত) বালিকণাসমূহ ভাসতে ভাসতে স্থানান্তরিত হয় । এই প্রক্রিয়াকে ভাসমান প্রক্রিয়া বলে ।
- লম্ফদান প্রক্রিয়াঃ লম্ফদান – এর অর্থ ‘লাফ দেওয়া’ । অর্থাৎ,মরুভুমি অঞ্চলে মাঝারি আকৃতির (০.০৫-২ মিমি ব্যাসযুক্ত) বালিকণাগুলি প্রবল বায়ুপ্রবাহের টানে ভুমি থেকে কিছুটা উপরে উঠে আবার মাটিতে পড়ে ঠোক্কর খায় । এই ঠোক্কর খাওয়ার পর এগুলি আবার কিছুটা লাফিয়ে ওঠে এবং আবার মাটিতে পড়ে ঠোক্কর খায় । এইভাবে ক্রমশঃ বালির স্থানান্তর ঘটে । এই প্রক্রিয়াকে লম্ফদান প্রক্রিয়া বলে ।
- গড়ান প্রক্রিয়াঃ মরুভূমি অঞ্চলে বৃহৎ আকারের (>২ মিমি ব্যাসযুক্ত) বালুকণাগুলিকে বায়ু উপরে তুলতে পারেনা । এইসকল বালিকণা বা নুড়ি, কাঁকর প্রভৃতি বায়ুপ্রবাহের প্রবল টানে বা ধাক্কায় ভূপৃষ্ঠের ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয় । এই প্রক্রিয়াকে গড়ান প্রক্রিয়া বলে ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।