আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বালি তরঙ্গ, বালি শিরা ও বালি পাত কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বালি তরঙ্গ, বালি শিরা ও বালি পাত কি?
বালিয়াড়ি ব্যতীত মরু অঞ্চলে বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হওয়া অন্যান্য উল্লেখযোগ্য ভূমিরূপের মধ্যে অন্যতম হল বালি তরঙ্গ,বালি শিরা ও বালি পাত । নিচে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
বালি তরঙ্গঃ
সংজ্ঞাঃ
মরু অঞ্চলে ঈষৎ অসমতল অংশে মৃদু বায়ুপ্রবাহ দ্বারা বালি সঞ্চিত হয়ে পরপর ঢেউ – এর ন্যায় আকৃতিতে যে তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বালি তরঙ্গ (Sand Ripple) বলে ।
উদাঃ
সাহারা মরুভূমিতে বালি তরঙ্গ দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
বালি তরঙ্গ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- বালিরাশির লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে বালি তরঙ্গ সৃষ্টি হয় ।
- এর অনুবাত ঢালের তুলনায় প্রতিবাত ঢাল বেশি উঁচু হয় ।
বালি শিরাঃ
সংজ্ঞাঃ
মরু অঞ্চলে বায়ুপ্রবাহজনিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট বাঁধের ন্যায় বালিগঠিত ভূমিরূপকে বালি শিরা (Sand Ridge) বলে ।
উদাঃ
থর মরুভূমিতে বালি শিরা দেখা যায়
বৈশিষ্ট্যঃ
বালি শিরা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এরা দৈর্ঘ্যে প্রায় ১৫০ কিমি, প্রস্থে ১-৩ কিমি ও উচ্চতায় ৫০ মিটারের আশেপাশে হয় ।
- এরা বায়ুপ্রবাহের গতিপথে সমান্তরালভাবে অবস্থান করে ।
বালি পাতঃ
সংজ্ঞাঃ
মরু অঞ্চলে অত্যন্ত সমতল অংশে বায়ুপ্রবাহবাহিত বালি জমতে থাকলে একটি পাতলা বালির স্তর তৈরী হয় । একে বালি পাত (Sand Sheet) বলে ।
উদাঃ
লিবিয়ার ‘সেলিমা’ নামক বালি পাত ।
বৈশিষ্ট্যঃ
বালি পাত – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এগুলি মরু অঞ্চলের প্রসারণে সাহায্য করে ।
- এরা খুব পাতলা প্রকৃতির হয় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] হয় । এগুলি হল – লোয়েস সমভূমি (Loess Plain),বালির পাত (Sand Sheet),বালি শিরা (Sand Ridge),বালি তরঙ্গ (Sand […]
[…] হয় । এগুলি হল – লোয়েস সমভূমি (Loess Plain),বালির পাত (Sand Sheet),বালি শিরা (Sand Ridge),বালি তরঙ্গ (Sand […]
Comments are closed.