সংজ্ঞাঃ মরুভূমি অঞ্চলে স্থানে স্থানে বায়ুপ্রবাহ বাঁধার সম্মুখীন হলে এর গতিবেগ কমে যায় এবং বায়ুমধ্যস্থিত বালিকণাগুলি সঞ্চিত হতে থাকে । একে বায়ুর সঞ্চয় কার্য (Depositional Works of Wind) বলে । বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি নিম্নরূপ –
সৃষ্ট ভূমিরূপঃ বায়ুর সঞ্চয় কার্য – এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকে মূলত দুইভাগে ভাগ করা হয় । যথা –
ক) বালিয়াড়ি (Sand Dune): বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, বালিয়াড়ি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে শিলাধূলি ও বালির সৃষ্টি হয়, সেগুলি আবার কোথাও কোথাও জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে । বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে কোনো বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু ও দীর্ঘ বালির স্তূপ গঠিত হলে তাকে বালিয়াড়ি (Sand Dune) বলে । বালিয়াড়ি হলো বালির স্তূপ । মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখা যায় [যেমন – দিঘা উপকূলস্থ বালিয়াড়ি] । তবে সমুদ্র উপকূলের বালিয়াড়ি সাধারনতঃ আকারে ছোট হয় । বাতাসের সঙ্গে সঙ্গে বালিয়াড়িো গতিশীল হয় । বালিয়াড়ি কখনও ভাঙে, আবার কখনও গড়ে, অর্থাৎ এর আকৃতি পরিবর্তনশীল । রাজস্থানের মরুভূমিতে এরূপ চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় ।
বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য বালিয়াড়িগুলি হলো নিম্নরূপ –
১. বার্খান [Read More…],
২. সিফ বালিয়াড়ি [Read More…],
৩. নক্ষত্র বালিয়াড়ি [Read More…],
৪. অ্যাকলি বালিয়াড়ি [Read More…],
৫. অধিবৃত্তীয় বালিয়াড়ি [Read More…],
৬. উল্টানো বালিয়াড়ি [Read More…],
৭. দ্রাস বালিয়াড়ি [Read More…],
৮. চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি [Read More…],
৯. মস্তক বালিয়াড়ি [Read More…],
১০. পুচ্ছ বালিয়াড়ি [Read More…],
১১. পার্শ্ব বালিয়াড়ি [Read More…],
১২. অগ্রবর্তী বালিয়াড়ি [Read More…],
১৩. পরবর্তী বালিয়াড়ি [Read More…] প্রভৃতি ।
ও
B. অন্যান্য সঞ্চয়ঃ বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে বালিয়াড়ি ছাড়াও আরও কিছু কিছু ভূমিরূপও সৃষ্টি হয় । এগুলি হলো নিম্নরূপ –
১. লোয়েস সমভূমি [Read More…] ,
২. বালি পাত [Read More…],
৩. বালি শিরা [Read More…],
৪. বালি তরঙ্গ [Read More…] প্রভৃতি ।
***পরবর্তী পোষ্টে উপরিউক্ত ভূমিরূপগুলি সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হলো ।