আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি?
সংজ্ঞাঃ
মরুভূমি অঞ্চলে স্থানে স্থানে বায়ুপ্রবাহ বাঁধার সম্মুখীন হলে এর গতিবেগ কমে যায় এবং বায়ুমধ্যস্থিত বালিকণাগুলি সঞ্চিত হতে থাকে । একে বায়ুর সঞ্চয় কার্য (Depositional Works of Wind) বলে । বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি নিম্নরূপ
সৃষ্ট ভূমিরূপঃ
বায়ুর সঞ্চয় কার্য – এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকে মূলত দুইভাগে ভাগ করা হয় । যথা
বালিয়াড়ি (Sand Dune):
বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, বালিয়াড়ি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে শিলাধূলি ও বালির সৃষ্টি হয়, সেগুলি আবার কোথাও কোথাও জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে । বায়ুপ্রবাহের সঞ্চয়কাজের ফলে কোনো বিস্তীর্ণ স্থান জুড়ে উঁচু ও দীর্ঘ বালির স্তূপ গঠিত হলে তাকে বালিয়াড়ি (Sand Dune) বলে । বালিয়াড়ি হলো বালির স্তূপ । মরুভূমি ছাড়া সমুদ্র উপকূলেও বালিয়াড়ি দেখা যায় [যেমন – দিঘা উপকূলস্থ বালিয়াড়ি] । তবে সমুদ্র উপকূলের বালিয়াড়ি সাধারনতঃ আকারে ছোট হয় । বাতাসের সঙ্গে সঙ্গে বালিয়াড়িো গতিশীল হয় । বালিয়াড়ি কখনও ভাঙে, আবার কখনও গড়ে, অর্থাৎ এর আকৃতি পরিবর্তনশীল । রাজস্থানের মরুভূমিতে এরূপ চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয় । বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য বালিয়াড়িগুলি হলো নিম্নরূপ
- বার্খান
- সিফ বালিয়াড়ি
- নক্ষত্র বালিয়াড়ি
- অ্যাকলি বালিয়াড়ি
- অধিবৃত্তীয় বালিয়াড়ি
- উল্টানো বালিয়াড়ি
- দ্রাস বালিয়াড়ি
- চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি
- মস্তক বালিয়াড়ি
- পুচ্ছ বালিয়াড়ি
- পার্শ্ব বালিয়াড়ি
- অগ্রবর্তী বালিয়াড়ি
- পরবর্তী বালিয়াড়ি প্রভৃতি ।
অন্যান্য সঞ্চয়ঃ
বায়ুপ্রবাহের সঞ্চয়কার্যের ফলে বালিয়াড়ি ছাড়াও আরও কিছু কিছু ভূমিরূপও সৃষ্টি হয় । এগুলি হলো নিম্নরূপ
- লোয়েস সমভূমি
- বালি পাত
- বালি শিরা
- বালি তরঙ্গ প্রভৃতি ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।