বায়ুচাপ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর –

0
বায়ুচাপ (MCQ) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর -

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা বায়ুচাপের কিছু গুরুত্বপূর্ণ (MCQ) প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নগুলি অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে।

Advertisement

মাউন্ট এভারেস্টে বায়ুর তাপমাত্রা কত থাকে ?

মাউন্ট এভারেস্টে বায়ুর তাপমাত্রা –9 °সে থাকে।

ভূপৃষ্ঠের ওপর স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা কয়টি ?

ভূপৃষ্ঠের ওপর স্থায়ী বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি।

মেরুদেশীয় উচ্চচাপ বলয় কোন অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়েছে ?

মেরুদেশীয় উচ্চচাপ বলয় 70°-89° উঃ ও দ: অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়েছে।

শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ কেমন থাকে ?

শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি থাকে।

উত্তপ্ত হলে বায়ুর অণুগুলির গতিশীলতা কেমন থাকে ?

উত্তপ্ত হলে বায়ুর অণুগুলির গতিশীলতা বাড়ে।

উচ্চচাপ অঞ্চলে সবসময় কোন আবহাওয়া বিরাজ করে ?

উচ্চচাপ অঞ্চলে সবসময় পরিষ্কার ও শান্ত আবহাওয়া বিরাজ করে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ছুটে আসা বাতাস বিধবংসী রূপ নিলে তাকে কি বলে ?

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে ছুটে আসা বাতাস বিধবংসী রূপ নিলে সাইক্লোন বলে।

বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কি ?

 বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ উষ্ণতা।

পার্বত্য অঞ্চলে ফুটনাঙ্ক কেমন থাকে ?

পার্বত্য অঞ্চলে ফুটনাঙ্ক কমে।

চিন সাগরের বিধবংসী ঝড়কে কি বলে ?

চিন সাগরের বিধবংসী ঝড়কে টাইফুন বলে।

প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর ওজনকে কি বলে ?

প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর ওজনকে বায়ুর চাপ বলে।

উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কেমন থাকে ?

উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম থাকে।

সমচাপ রেখার কাছাকাছি অবস্থান কাকে নির্দেশ করে ?

সমচাপ রেখার কাছাকাছি অবস্থান অধিক লেগসম্পন্ন বায়ুপ্রবাহকে নির্দেশ করে।

বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি ?

বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম ব্যারোমিটার।

সুমেরু অঞ্চলে গঠিত স্থায়ী বায়ুচাপ বলয়টির নাম কি ?

সুমেরু অঞ্চলে গঠিত স্থায়ী বায়ুচাপ বলয়টির নাম উচ্চচাপ বলয়।

ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?

ব্যারোমিটার উরিসেলি আবিষ্কার করেন।

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ কি ?

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ সুর্যের লম্বভাবে কিরণ।

পুরীতে বায়ুচাপ প্রায় কত মিলিবার ?

পুরীতে বায়ুচাপ প্রায় 1000 মিলিবার।

মেরবৃত্ত প্রদেশে কি বিরাজ করে ?

মেরবৃত্ত প্রদেশে নিম্নচাপ বিরাজ করে।

সমতলভূমিতে প্রতি বর্গসেমিতে বায়ুচাপ কত থাকে ?

 সমতলভূমিতে প্রতি বর্গসেমিতে বায়ুচাপ এক কেজি থাকে।

উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কেমন থাকে ?

উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম থাকে।

উপরোক্ত (MCQ) প্রশ্নগুলি নিয়ে কোনো আক্ষেপ থাকলে বা কোনো প্রশ্ন যদি বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন, যেটা থেকে আমরা সেই গুরত্বপূর্ণ প্রশ্নগুলি আবার আপনাদের জন্য প্রকাশনা করতে পারি। এই (MCQ) প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে থেকে (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।