আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বহিঃবিধৌত সমভূমি কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বহিঃবিধৌত সমভূমি কি?
সংজ্ঞাঃ
উচ্চ পর্বতের পাদদেশে হিমবাহ এসে পৌঁছালে তা গলে নদীর সৃষ্টি হয় এবং সেখানে হিমবাহবাহিত পাথরের টুকরো, নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি গঠন করে, তাকে বহিঃবিধৌত সমভূমি (Out-Wash-Plain) বলে ।
উদাঃ
কানাডার উত্তরাংশে বহিঃবিধৌত সমভূমি দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
বহিঃবিধৌত সমভূমি – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- এটি একটি বিশাল সমতলভূমি ।
- এর উপরে অসংখ্য ড্রামলিন দেখা যায় ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
[…] পরবর্তী পোষ্টগুলিতে], ২. বহিঃবিধৌত সমভূমি (Out-Wash-Plain)………[বিস্তারিত পরবর্তী […]