আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। বরফগলা জলে পুষ্ট নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
বরফগলা জলে পুষ্ট নদী কি?
সংজ্ঞাঃ
তুষার বা হিমবাহ অধ্যুষিত উচ্চ অঞ্চল থেকে অসংখ্য উপনদী কর্তৃক সেই বরফ বা তুষারগলা জল পরিবাহিত হয়ে একটি মূল নদী গঠিত হলে, সেই নদীকে বরফগলা জলে পুষ্ট নদী বলে ।
উদাঃ
গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্ট গঙ্গা নদী একটি উল্লেখযোগ্য বরফগলা জলে পুষ্ট নদী
বৈশিষ্ট্যঃ
বরফগলা জলে পুষ্ট নদী – র বৈশিষ্টগুলি হলো নিম্নরূপ
- বরফগলা জলে পুষ্ট নদীগুলিতে সারাবছরই জল থাকে ।
- এগুলি অসংখ্য উপনদীসমন্বিত হয় ।
- অধিকাংশ বরফগলা জলে পুষ্ট নদীগুলিতে পার্বত্য প্রবাহ, সমভূমি প্রবাহ ও ব-দ্বীপ প্রবাহ – এই তিনপ্রকার প্রবাহই দেখা যায় ।
- জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে খুবই অনুকূল হয় ।
- সারবছর ধরেই প্রবাহপথের অধিকাংশই নৌচলাচলযোগ্য থাকে ।
- ক্ষয়কার্য, বহনকার্য ও অবক্ষেপণকার্য – নদীর এই তিনপ্রকার কার্যই মোটামুটি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় ।
- এদের উৎসস্থল অধিকাংশ ক্ষেত্রেই হিমরেখার উপরে অবস্থান করে ।
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।