আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ফেরেলের সূত্র কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ফেরেলের সূত্র কি?
প্রবক্তাঃ
আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আবহবিদ উইলিয়াম ফেরেল (William Ferral) ১৮৫৯ খ্রীষ্টাব্দে এই সূত্রটির উদ্ভাবন করেন এবং তাঁর নামানুসারেই এটি ফেরেলের সূত্র (Ferral’s Law) নামে পরিচিত ।
সূত্রের প্রেক্ষাপটঃ
ফেরেলের সূত্র – এর প্রেক্ষাপট মূলতঃ প্রস্তুত হয়েছিল উনবিংশ শতকের ফরাসী গণিতবিদ গুস্তাভ-গাসপার্ড কোরিওলিস কর্তৃক উদ্ভাবিত কোরিওলিস বল – এর নীতিসংক্রান্ত পৃথিবীর ঘূর্ণনের সাথে সঙ্গতিপূর্ণ গোলার্ধভিত্তিক বায়ুবিক্ষেপের উপর নির্ভর করে ।
সূত্রঃ
কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজাপথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় ।
প্রমাণঃ
ফেরেলের সূত্র অনুসারে আয়ন বায়ু সোজাভাবে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে উত্তর-পূর্ব আয়ন বায়ুরূপে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুরূপে বেঁকে প্রবাহিত হয় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।