প্লায়া কি?

3

সংজ্ঞাঃ মরুভূমিতে পর্বতবেষ্টিত অঞ্চলের ভিতরে সৃষ্ট লবনাক্ত হ্রদকে প্লায়া (Playa) বলে । এটি আফ্রিকায় শটস, মেক্সিকোতে বোলসন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে স্যালিনা নামে পরিচিত । ‘Playa’ একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ “লবনাক্ত হ্রদ” 

উদাঃ রাজস্থানের সম্বর হ্রদ একটি আদর্শ প্লায়া । মিশরের কাতারা অবনমিত অঞ্চলে অনেক প্লায়া দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ প্লায়া – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এর আয়তন কয়েক বর্গ মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হয়ে থাকে ।
খ) এর উপরিভাগে চকচকে লবনের স্তর থাকে ।
গ) অনেক সময় মরু অঞ্চলের অনিত্যবহ ও ক্ষণস্থায়ী নদীগুলি এসে প্লায়ায় পতিত হয় ।