প্রপাত কূপ কি ?

0
প্রপাত কূপ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রপাত কূপ কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

প্রপাত কূপ কি?

সংজ্ঞাঃ

নদী তার প্রবাহপথে অবস্থিত ঢালের উঁচু অংশ থেকে নীচে পতিত হলে জলস্রোত ও বাহিত শিলাখন্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় । এদের প্রপাত কূপ (Plunge Pool) বলে ।

উদাঃ

সুবর্ণরেখার হুন্ড্রু (Hundru) জলপ্রপাতের পতনস্থলে এরকম প্রপাত কূপ লক্ষ্য করা যায় ।

বৈশিষ্ট্যঃ

প্রপাত কূপ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এগুলি আকৃতিতে প্রায় গোলাকার ।
  2. এগুলি যথেষ্ট গভীর হতে পারে ।
  3. শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমান হ্রাস পেলে এগুলি দৃশ্যমান হয় ।
  4. নদীর প্রকৃতি, ঢালের পার্থক্য, বাহিত শিলাখন্ডের পরিমান ও প্রকৃতি প্রভৃতির উপর এদের আকৃতি ও গভীরতা নির্ভর করে ।

উপরোক্তঅংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।