পূর্ববর্তী নদী কি?

0
পূর্ববর্তী নদী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। পূর্ববর্তী নদী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পূর্ববর্তী নদী কি?

সংজ্ঞাঃ

ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ-উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়, তাহলে তাকে পূর্ববর্তী নদী (Antecedent River) বলে ।

উদা:

সিন্ধু, শতদ্রু, ব্রক্ষ্মপুত্র, গঙ্গা প্রভৃতি নদ-নদীগুলির মস্তকের দিকের অংশ হিমালয় পর্বত উত্থিত হওয়ার আগেই ঐ অঞ্চলে অবস্থিত ছিল । পরবর্তীতে হিমালয় পর্বত উত্থানের পরও ঐ সকল নদ-নদীগুলি নিম্নক্ষয়ের মাধ্যমে ঐ অঞ্চলে নিজেদের প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে । তাই উক্ত নদ-নদীগুলি পূর্ববর্তী নদীর প্রকৃষ্ট উদাহরণ

বৈশিষ্ট্য:

পূর্ববর্তী নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. নদীগুলি বয়সে খুবই প্রাচীন হয় ।
  2. এদের ক্ষয়কার্য, বহনকার্যঅবক্ষেপণকার্য করার ক্ষমতা অপেক্ষাকৃত অনেক বেশী হয় ।
  3. এতে জলের পরিমান ও গতিবেগ উভয়ই যথেষ্ট বেশী হয় ।
  4. এটি অসংখ্য উপনদীবিশিষ্ট হয় ।
  5. এটি সংশ্লিষ্ট অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসের ক্রমবিবর্তনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত থাকে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।