নব ও কেটল কি ?

1
নব ও কেটল কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। নব ও কেটল কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

নব (Knob) ও কেটল (Kettle) কি?

নব (Knob):

হিমবাহের পশ্চাদপারণের ফলে নুড়ি, বালি প্রভৃতি দ্বারা যে ঢিঁবির মত ভুমিরূপ সৃষ্টি হয়, তাকে নব (Knob) বলে ।

উদাঃ

উত্তর ইউরোপের উত্তরাংশে নব দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

নব – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এগুলি প্রান্ত গ্রাবরেখার অবক্ষেপ দ্বারা গঠিত হয় ।
  2. এগুলি দেখতে ছোট ছোট স্তূপ বা ঢিঁবির মত হয়

কেটল (Kettle) কেটল হ্রদ (Kettle Lake):

বহিঃবিধৌত সমভূমির মধ্যে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, তাদের কেটল (Kettle) বলে । এই কেটলগুলিতে জল সঞ্চিত হলে তাদের কেটল হ্রদ (Kettle Lake) বলে ।

উদাঃ

স্কটল্যান্ডের উপকূলে বহু কেটল ও কেটল হ্রদ দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

কেটল এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি বহিঃবিধৌত সমভূমির মধ্যে অবস্থিত হয় ।
  2. হিমবাহ গলে গেলে এরা উন্মুক্ত হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

1 COMMENT

Comments are closed.