নদী অববাহিকা কি?

0
নদী অববাহিকা কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। নদী অববাহিকা কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

নদী অববাহিকা কি?

সংজ্ঞাঃ

প্রধান নদী, তার উপনদীসমূহ এবং শাখানদীসমূহ একটি নদীগোষ্ঠী (River System) গঠন করে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে একটি কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করলে উক্ত অঞ্চলকে ঐ প্রধান নদীটির নদী অববাহিকা (River Basin) বলে ।

উদাঃ

গঙ্গা নদী অববাহিকা (প্রায় ৯.৫২ লক্ষ বর্গ কিলোমিটার), আমাজান নদী অববাহিকা (পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা – প্রায় ৭০,৫০,০০০ বর্গ কিলোমিটার) প্রভৃতি।

বৈশিষ্ট্যঃ

নদী অববাহিকা – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি কাল্পনিক রেখাবেষ্টিত একটি অঞ্চল ।
  2. নদী অববাহিকা অঞ্চলটিতে একটি সুস্পষ্ট নদীগোষ্ঠী (River System) লক্ষ্য করা যায় ।
  3. একটি নদী অববাহিকা অপর একটি নদী অববাহিকা অঞ্চল থেকে জলবিভাজিকা দ্বারা পৃথক থাকে ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।