আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। নদীর শ্রেণীবিভাগ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
নদীর শ্রেণীবিভাগ করো ?
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নীচে নদীর শ্রেণীবিভাগ (Classification of River) করা হলো
নদীর আপেক্ষিক বয়স, ভূমির প্রারম্ভিক বা প্রাথমিক ঢাল, শিলার কাঠিন্য বা প্রতিরোধ ক্ষমতার তারতম্যের সাথে সামঞ্জস্যবিধান ও মস্তক ক্ষয় – এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে নদীকে মোট সাতটি ভাগে ভাগ করা হয় । যথা
- অনুগামী নদী (Consequent Stream)
- পরবর্তী নদী (Subsequent Stream)
- বিপরা নদী (Obsequent Stream)
- পূনর্ভবা নদী (Resequent Stream)
- অসংগত নদী (Insequent Stream)
- পূর্ববর্তী নদী (Antecedent River)
- অধ্যারোপ নদী (Superimposed River)
প্রকৃতি অনুযায়ী নদীকে তিন ভাগে ভাগ করা যায়। যথা
- মূল নদী বা প্রধান নদী
- উপনদী
- শাখানদী
সমাপ্তিস্থল অনুযায়ী নদীকে ভাগে ভাগ করা যায় । যথা
- সমুদ্রে পতিত নদী,
- হ্রদে পতিত নদী,
- অর্ন্তবাহিনী নদী
- অন্যত্র পতিত নদী ।
উৎস অনুযায়ী নদীকে দুই ভাগে ভাগ করা যায় । যথা
উৎপত্তি অনুযায়ী নদীকে চার ভাগে ভাগ করা যায় । যথা
- পর্বতাঞ্চলের নদী,
- পাহাড় অঞ্চলের নদী,
- মালভূমি অঞ্চলের নদী
- সমভূমি অঞ্চলের নদী ।
প্রবাহ অনুযায়ী নদীকে দুই ভাগে ভাগ করা যায় । যথা
- আদর্শ নদী………[বিস্তারিত পরবর্তী পোষ্টগুলিতে]
- সাধারণ নদী ।
প্রবাহের অবস্থান অনুযায়ী নদীকে দুই ভাগে ভাগ করা যায় । যথা
- ভূপৃষ্ঠস্থ নদী,
- অন্তঃসলিলা নদী
জলের প্রকৃতি অনুযায়ী নদীকে তিন ভাগে ভাগ করা যায় । যথা
- মিষ্টি জলের নদী,
- লবনাক্ত বা নোনা জলের নদী
- মিশ্র জলের নদী ।
অভিমুখ অনুযায়ী নদীকে চারভাগে ভাগ করা যায় । যথা
- পূর্ববাহিনী নদী,
- পশ্চিমবাহিনী নদী,
- উত্তরবাহিনী নদী,
- দক্ষিণবাহিনী নদী
- মধ্যবাহিনী নদী ।
জলের প্রাপ্যতা অনুযায়ী নদীকে দুইভাগে ভাগ করা যায় । যথা
উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।