আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নদীর পুনর্যৌবনলাভ ও নিক পয়েন্ট কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
নদীর পুনর্যৌবনলাভ ও নিক পয়েন্ট কি?
নদীর পুনর্যৌবনলাভ (Rejuvenation):
সংজ্ঞাঃ
একটি ক্ষয়চক্র সম্পুর্ণ হতে দীর্ঘ সময় লাগে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা শেষ পর্যায়ে পৌছাবার আগেই সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন ঘটলে বা সমুদ্রজলতলের পরিবর্তন ঘটলে নদীঢালের সামঞ্জস্য নষ্ট হয় । এর ফলে নদী তার ঢালের সামঞ্জস্য পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুনভাবে তার ক্ষয়কার্য দ্রুত গতিতে শুরু করে অর্থাৎ নদী তার বার্ধক্য অবস্থা থেকে পুনরায় যৌবন অবস্থাপ্রাপ্ত হয় । একে নদীর পুনর্যৌবনলাভ (Rejuvenation) বলে ।
উদাঃ
ভূমধ্যসাগরের জলতল নেমে যাওয়ার কারণে নীল নদের পুনর্যৌবনলাভ এবিষয়ে একটি প্রকৃষ্ট উদাহরণ ।
বৈশিষ্ট্যঃ
নদীর পুনর্যৌবনলাভ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
- পুনর্যৌবনলাভের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের ভূমিরূপগুলিকে নদী পুনরায় তার কার্য দ্বারা প্রভাবিত করতে থাকে ।
- এর ফলে একটি নতুন ক্ষয়চক্রের সূচনা হয় ।
- উপত্যকা গঠনের কাজ আবার নতুনভাবে শুরু হয় ।
- নদী তার নদীবক্ষকে গভীরভাবে কর্তন করে ও পুরানো নদী উপত্যকা নদীর দুপাশে ধাপ সৃষ্টি করে নদীমঞ্চরূপে অবস্থান করে ।
সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকসমূহঃ
নদীর পুনর্যৌবনলাভ সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি হলো নিম্নরূপ –
- ভূ-আন্দোলন ও সংশ্লিষ্ট অঞ্চলের উত্থান বা সমুদ্র-গহ্বরের অবনমন,
- সমুদ্রের অপসারণ,
- জলবায়ু পরিবর্তন ও নদীতে জলের পরিমান বৃদ্ধি,
- একটি নদীগোষ্ঠীর অপর নদীগোষ্ঠীতে আত্মসমর্পন ও নদীগোষ্ঠীর পূনর্বিন্যাস,
- নদীর বোঝা হ্রাস প্রভৃতি ।
সৃষ্ট ভূমিরূপঃ
নদীর পুনর্যৌবনলাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো
- পূনর্গঠিত উপত্যকা,
- নিক পয়েন্ট,
- নদীমঞ্চ বা নদীসোপান,
- কর্তিত নদীবাঁক,
- স্বাভাবিক সেতু,
- জলপ্রপাত প্রভৃতি ।
শ্রেণীবিভাগঃ
নদীর পুনর্যৌবনলাভ মূলত তিনপ্রকার । যথা
- গতিজনিত পুনর্যৌবনলাভ (Dynamic Rejuvenation): ভূ-আন্দোলনের ফলে নদী অববাহিকাসংশ্লিষ্ট ভূ-ভাগ কাত হয়ে বা হেলে পড়লে অথবা অথবা চ্যুতি দ্বারা প্রভাবিত হলে নদীর ঢাল অনেকসময় অত্যাধিক বৃদ্ধি পায় । ফলস্বরূপ নদী পুনর্যৌবনলাভ করে এবং তার নিম্নক্ষয় ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পায় । একে নদীর গতিজনিত পুনর্যৌবনলাভ (Dynamic Rejuvenation) বলে ।
- স্থিতিজনিত পুনর্যৌবনলাভ (Static Rejuvenation): ভূ-আন্দোলনজনিত কোনপ্রকার উত্থান-পতন ছাড়াই নদীর বোঝা হ্রাস, নদীতে জলপ্রবাহের পরিমান বৃদ্ধি, নদীগোষ্ঠীর পুনর্বিন্যাস প্রভৃতি কারণে স্থিতিশীল ভূ-পৃষ্ঠস্থ নদীর পুনর্যৌবনলাভ হলে তাকে স্থিতিজনিত পুনর্যৌবনলাভ (Static Rejuvenation) বলে ।
- সমুদ্রতলজনিত পুনর্যৌবনলাভ (Eustatic Rejuvenation): সমুদ্র-গহ্বরের ধারণ ক্ষমতার হ্রাস-বৃদ্ধির ফলে অথবা মহাদেশীয় হিমবাহের দ্বারা সমুদ্রজলতলের হ্রাস-বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ঘটে । এমতাবস্থায়, নদী পুনরায় তার প্রবাহে যৌবনাবস্থা লাভ কলে তাকে সমুদ্রতলজনিত পুনর্যৌবনলাভ (Eustatic Rejuvenation) বলে ।
নিক পয়েন্ট (Knick Point):
সংজ্ঞাঃ
ক্ষয়চক্র অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যায়ে পৌছাবার আগেই সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন ঘটলে বা সমুদ্রজলতলের পরিবর্তন ঘটলে নদীঢালের সামঞ্জস্য নষ্ট হয় । এর ফলে নদী তার ঢালের সামঞ্জস্য পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুনভাবে তার ক্ষয়কার্য দ্রুত গতিতে শুরু করে । এই নতুন ঢাল ও পুরানো ঢাল মিলনস্থলে একটি খাঁজ সৃষ্টি হয় । এই খাঁজকেই নিক পয়েন্ট (Knick Point) বলে ।
উদাঃ
কাঞ্চি নদীতে নিক পয়েন্ট দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ
নিক পয়েন্ট (Knick Point) – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ
- নিক পয়েন্ট ঢালের পার্থক্যকে নির্দেশ করে ।
- সাধারণত নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় । [নদীর প্রবাহপথে তার ঢালের সামঞ্জস্য বিঘ্নিত হলে নদী তা ফিরিয়ে আনবার জন্য পুনরায় মস্তকের দিকে নতুন খাঁত কেটে অগ্রসর হয় এবং ঐ নতুন ঢাল ও পুরানো ঢাল যেখানে মিলিত হয় সেই স্থানে ঢালজনিত পার্থক্যের জন্য নদীর জলধারা উপর থেকে নিচে লাফিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে । এই কারণে অধিকাংশ নিক পয়েন্টেই জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায় ।]
- নদী অববাহিকার উত্থান বা সমুদ্র-গহ্বরের অবনমন, সমুদ্রের অপসারণ, নদীতে জলের পরিমান বৃদ্ধি, নদীগোষ্ঠীর পুনর্বিন্যাস প্রভৃতি কারণে নদীতে ঢালের পার্থক্য সৃষ্টি হলে নিক পয়েন্ট সৃষ্টি হয় ।
- সময়ের সাথে সাথে এটি ক্রমশ মস্তকের দিকে সরে যেতে থাকে এবং অবশেষে অবলুপ্ত হয়ে পর্যায়িত ঢালে পরিনত হয় ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।
Khub e valo lekha…. class 10 er jonno ekdom e perfect… osonkho dhonnobad ♥️♥️
Comments are closed.