নদীর সঞ্চয় কার্য কি?

3
নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী। এই বিষয়টি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে তাই তাদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য  কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য কি?

সংজ্ঞাঃ

নদীতে জল কমে গেলে, নদী-ঢালের মাত্রা হ্রাস পেলে, নদীর শক্তির তুলনায় অধিক পরিমাণে প্রস্তরখন্ড নদীতে এসে পড়লে নদীর বহন ক্ষমতা বহুলাংশে হ্রাস পায় । এইরূপ অবস্থায় নদীর তলদেশে কিছু কিছু প্রস্তরখন্ড জমা হতে থাকে । বৃহদাকার প্রস্তরখন্ডগুলি নদীর উচ্চ প্রবাহে ও ক্ষুদ্রাকার প্রস্তরখন্ড, বালুকা, কর্দম প্রভৃতি নদীর নিম্নপ্রবাহে অর্থাৎ, মোহনার নিকট জমা হয় । একেই নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য (Deposition of river) বলে ।

শর্তাবলীঃ

নদীর এই সঞ্চয় করবার ক্ষমতা নিম্নলিখিত কারণে পরিবর্তিত হতে পারে

  1. নদীতে জল কমে গেলে ,
  2. নদী – ঢালের পরিবর্তন হলে ,
  3. নদীর শক্তির তুলনায় অধিক পরিমাণ প্রস্তরখণ্ড ( Load ) নদীতে আসলে ,
  4. নদী কোন হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হলে ।

এরূপ অবস্থায় নদীর তলদেশে কিছু কিছু প্রস্তরখণ্ড জমা হতে থাকে । বৃহদাকার প্রস্তরখণ্ডগুলি নদীর উচ্চ প্রবাহে এবং ক্ষুদ্রাকার প্রস্তরখণ্ড , বালুকা , কর্দম প্রভৃতি নদীর নিম্নপ্রবাহে , অর্থাৎ মােহনার নিকট জমা হয় । এর ফলে নূতন ভূমিভাগের ( ব – দ্বীপ ) সৃষ্টি হয় ।

বৈশিষ্ট্য:

নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –

  1. নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্যের মাত্রা নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমাণ, নদীতে বোঝার পরিমাণ প্রভৃতির উপর ।
  2. নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য প্রকারান্তরে নদীর অপর দুইটি কার্য যথা – ক্ষয়কার্য ও বহন কার্যের উপর নির্ভরশীল ।
  3. এর ফলে সংশ্লিষ্ট অবনত অঞ্চলের উচ্চতা সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে থাকে ।
  4. উৎস থেকে মোহনা অবধি নদী ঢালের বৈষম্যতা ক্রমশ হ্রাস পেতে থাকে ।

সৃষ্ট ভূমিরূপঃ

নদীর অবক্ষেপণ কার্য বা সঞ্চয় কার্য – এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় । যথা –

মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপঃ 

যথা

নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপঃ

যথা

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যপ্রাপ্ত হলে আপনার বন্ধুদের কাছেও প্রশ্নের বিষয়টি শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।