আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ধ্রিয়ান কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ধ্রিয়ান কি?
সংজ্ঞাঃ
রাজস্থানের থর মরু অঞলের চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান (Dhriyan) বলে । স্থানীয় অধিবাসীরা এগুলিকে ‘ টিব্বা ’ বলে ।
উৎপত্তিঃ থর মরুভূমির পশ্চিমাংশের উদ্ভিদশূন্য মরুস্থলীতে বায়ু প্রবলবেগে প্রবাহিত হয় । এই প্রবল বায়ুপ্রবাহের ফলে বালিয়াড়ির প্রতিবাত পার্শ্বের বালি উড়ে গিয়ে অনুবাত পার্শ্বে জমা হতে থাকে । এইভাবে বালিয়াড়ি বায়ুপ্রবাহের দিকে অগ্রসর হতে থাকে এবং ধ্রিয়ানের সৃষ্টি হয় ।
বৈশিষ্ট্যঃ ধ্রিয়ান – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ
- এগুলি সঞ্চরণশীল ।
- এদের প্রতিবাত ঢাল মৃদু ও অনুবাত ঢাল খাঁড়া হয় ।
- কোনো নির্দিষ্ট বা বিশেষ আকৃতিবিশিষ্ট হয় না ।
- বায়ুপ্রবাহের গতিবেগের উপর এদের চলমানতা নির্ভরশীল।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।