ধান্দ কি?

0
ধান্দ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। ধান্দ কি এই  বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

ধান্দ কি?

সংজ্ঞাঃ

ভারতের রাজস্থানের থর মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ধান্দ (Dhand) বলে ।

উদাহরণঃ সম্বর এখানকার বৃহত্তম ধান্দ । এছাড়াও কুমান , সারগােল , দিদওয়ানা , পাচপদ্র প্রভৃতি থর মরুভূমির উল্লেখযােগ্য ধান্দ ।

উৎপত্তিঃ এই অঞ্চলের কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর কারণে এই প্রকার হ্রদ সৃষ্টি হয় । বৃষ্টির সামান্য জল নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রে পৌছাতে না পেরে মরু অঞ্চলে বায়ুর অপসারণ কাজের ফলে সৃষ্ট অবনত ভূমিতে বা দুটি সমান্তরাল বালিয়াড়ির মাঝে জমে এই অস্থায়ী হ্রদের সৃষ্টি হয় । এইভাবে সৃষ্ট বহু লবণ হ্রদ বা ধান্দ এই অঞ্চলে দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ ধান্দ – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • বছরের অধিকাংশ সময় এগুলি শুকনাে থাকে ।
  • শুকনাে হ্রদের উপরে লবণের স্তর দেখা যায় ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।