আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব ভালো নম্বর অর্যন করতে পারবে। তাল কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
তাল কি?
সংজ্ঞাঃ
দুন উপত্যকার উত্তরে আছে হিমাচল পর্বতশ্রেণীর নাগটিব্বা ও মুসৌরী পর্বত । এই পর্বতদুটির পূর্বদিকে অনেকগুলি হ্রদ দেখতে পাওয়া যায় । এদের তাল বলে । এই অঞ্চলে “তাল” বলতে হ্রদকে বোঝায় ।
উদাহরণঃ নৈনিতাল, ভীমতাল, নাউকুচিয়াতাল, সাততাল, পুনতাল, বাসুকিতাল প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য তাল ।
বৈশিষ্ট্যঃ এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ
- হিমালয় পর্বতমালার পর্যায়ক্রমিক উত্থান-নিমজ্জনের ফলে অবনত অংশে তাল সৃষ্টি হয়েছে ।
- তালগুলি আশেপাশে উঁচু পর্বতাঞ্চল দ্বারা পরিবেষ্টিত ।
- জলের সংস্থানজনিত কারণে তালের আশেপাশে জনবসতি ও অন্যান্য মনুষ্য কার্যাবলী গড়ে উঠেছে ।
- এই অঞ্চলের জলবায়ু পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলগুলির তুলনায় অনেক অনুকূল ।
- অসাধারণ ভূনৈসর্গিক সৌন্দর্যের কারণে এই অঞ্চলগুলি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নগুলি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।