তরঙ্গ বিযুক্তি কয়প্রকার ও কি?

0
তরঙ্গ বিযুক্তি কয়প্রকার ও কি কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়টি ভালো ভাবে অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তরঙ্গ বিযুক্তি কয়প্রকার ও কি কি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

তরঙ্গ বিযুক্তি কয়প্রকার ও কি কি?

সাধারণত ভূ – অভ্যন্তরের মধ্য দিয়ে যখন ‘ P ‘ ও ‘ S ‘ তরঙ্গের প্রবাহ ঘটে , তখন আলােকতরঙ্গের মতাে প্রতিফলন ও প্রতিসরণ ঘটে । অর্থাৎ এক ঘনত্বের শিলাস্তর থেকে অন্য ঘনত্বের স্তরে প্রবাহের সময় ‘ P ‘ ও ‘ S ‘ তরঙ্গের গতিপথ পরিবর্তিত হয় , একে বিযুক্তি ( Discontinuity ) বলে । এই বিযুক্তি তরঙ্গের গতির ওপর নির্ভর করে । তরঙ্গের গতি আবার পদার্থের ভৌত ধর্মের উপর নির্ভর করে । এভাবে প্রতিফলন ও প্রতিসরণের কোণের মান থেকে ভূ – অভ্যন্তরের পদার্থের বৈশিষ্ট্য জানা যায় । তাছাড়া ভূকম্পন তরঙ্গ বিভিন্ন স্তরের বিযুক্তিগুলির সীমারেখা চিনতে সাহায্য করে । প্রধান কয়েকটি বিযুক্তি হল নিম্নরূপ –

মােহােরােভিসিক বিযুক্তি (Mohorovisic Discontinuity):

ভূ – অভ্যন্তরের এইরকম প্রথম বিচ্যুতি ধরা পড়ে মহাদেশে ৩৫ কিমি গভীরতায় এবং সমুদ্রতলে ৫ – ১০ কিমি গভীরতায় । এই পরিবর্তন বা বিযুক্তির কারণ ভূত্বক থেকে গুরুমণ্ডলের ঘনত্বের উল্লেখযােগ্য বৃদ্ধি । এই পরিবর্তন প্রথম লক্ষ করেন যুগােস্লাভিয়ার ভূ – বিজ্ঞানী এ মােহােরাভিসিক । তার নামে এই বিযুক্তিতলের নাম হয় মােহােরােভিসিক বিযুক্তিতল (Mohorovisic Discontinuity ) ।

বৈশিষ্ট্যঃ এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এটি ভূত্বক ও গুরুমণ্ডলের সীমারেখা নির্দেশক ।
  • এখানে উভয় তরঙ্গের গতিবেগ কিছুটা বেড়ে যায় ।

গুটেনবার্গ বিযুক্তি (Gutenberg Discontinuity):

ভূকম্পের গতিতে অনুরুপ আর একটি বিযুক্তিতল লক্ষ করা যায় ২৯০০ কিমি নীচে । জার্মান বিজ্ঞানী গুটেনবার্গ এই বিযুক্তিতলকে চিহ্নিত করেন বলে এর নাম গুটেনবার্গ বিযুক্তিতল (Gutenberg Discontinuity) ।

বৈশিষ্ট্যঃ এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এই অংশে S তরঙ্গের প্রবাহ বিলুপ্ত হয় এবং P তরঙ্গের গতিবেগ কমে যায় ।
  • এটি প্রকৃতপক্ষে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের সীমানা – নির্দেশক ।

লেম্যান বিযুক্তি (Lehman Discontinuity):

ভূত্বকের ৫১৫৫ কিমি গভীরতায় হঠাৎ করে ‘ P তরঙ্গের গতিবেগ বাড়তে দেখা যায় । ডাচ ভূ – বিজ্ঞানী আই , লেম্যান (I. Lehman , 1971) -এর নামানুসারে একে লেম্যান বিযুক্তি (Lehman discontinuity) বলে ।

বৈশিষ্ট্যঃ এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এটি প্রকৃতপক্ষে কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডল এবং তরল বহিঃকেন্দ্রমণ্ডলের সীমারেখা ।
  • ভূত্বকের প্রায় ৫১৫৫ কিমি গভীরতায় এটির উপস্থিতি বোঝা যায় ।

কনরাড বিযুক্তি ( Conrad Discontinuity ):

ভূত্বকের সিয়াল ও সিমা স্তরের সংযােগস্থলে এই বিযুক্তি অবস্থিত । অস্ট্রিয়ার বিজ্ঞানী ভি . কনরাড (V. Conrad) , ১৯২৫ খ্রিস্টাব্দে এর পরিচিতি ঘটান এবং তাঁর নামানুসারে একে কনরাড বিযুক্তি (Conrad Discontinuity) বলা হয় ।

বৈশিষ্ট্যঃ এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  • এটি প্রকৃতপক্ষে হালকা গ্রানাইট এবং ভারী ব্যাসল্ট শিলার সীমারেখা ।
  • ‘ P ‘ তরঙ্গের গতিবেগ এখানে হঠাৎ করে সেকেন্ডে ৬ কিমি থেকে প্রায় ৬.৫ কিমিতে পরিণত হয় ।
  • মহাদেশে এই বিযুক্তিতলের অবস্থান ১৫ – ২০ কিমি নীচে । সমুদ্রতলে এটি অনুপস্থিত ।

উপরোক্ত অংশ নিয়ে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্য হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদের কেও সাহায্য করুন। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।