তরঙ্গকর্তিত মঞ্চ কি?

0
তরঙ্গকর্তিত মঞ্চ কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তরঙ্গকর্তিত মঞ্চ এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

তরঙ্গকর্তিত মঞ্চ কি?

সংজ্ঞাঃ

সমুদ্রতরঙ্গের আঘাতে উপকূলস্থ উঁচু খাড়া পাড় বা ভৃগুর পশ্চাদ্‌পসরণের ফলে মঞ্চের মতাে যে প্রায় সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় , তাকেই তরঙ্গকর্তিত মঞ্চ বলে ।

সৃষ্টির প্রক্রিয়াঃ

তরঙ্গের আঘাতে উপকূল ভাগে প্রথমে একটি খাঁজের সৃষ্টি হয় । ওই খাঁজ ক্রমশ বৃদ্ধি পেলে এর উপরের অংশ ঝুলন্ত অবস্থায় থাকে এবং তরঙ্গের ক্রমাগত আঘাতে ওই খাঁজ পরবর্তী পর্যায়ে ভেঙে পড়ে এবং অপসারিত হয় । এভাবে ক্রমাগত ভৃগুর পশ্চাদপসরণের ফলে এরসম্মুখভাগে তরঙ্গকর্তিত মঞ্চ গড়ে ওঠে এবং ক্ষয়প্রাপ্ত দ্রব্যগুলি তরঙ্গের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় মঞ্চপৃষ্ঠকে মসৃণ করে তােলে ।

বৈশিষ্ট্যঃ

তরঙ্গকর্তিত মঞ্চ – এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  1. মঞ্চ বালি , প্রস্তরখণ্ড ইত্যাদি দ্বারা আবৃত অথবা উন্মুক্ত থাকতে পারে ।
  2. ভৃগুর পাদদেশের দিকে তরঙ্গকর্তিত মঞ্চের ঢাল অবতল হয় । উত্তর কোন উপকূলে রাভাস নদীর দক্ষিণে ৮ কিমি লম্বা ও প্রায় ৩-৪ মিটার উঁচু মঞ্চ গড়ে উঠেছে । 

শ্রেণীবিভাগঃ

সমুদ্র জলতলের অবস্থান অনুযায়ী তরঙ্গকর্তিত মঞ্চকে তিনভাগে ভাগ করা যায় । যথা

  • উচ্চ জোয়ার মঞ্চঃ উচ্চ জোয়ারের সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে উচ্চ জোয়ারম গড়ে ওঠে । এই মঞ্চ প্রায় অনুভূমিক ভাবে অবস্থান করে । বার্ডের (Bird , ১৯৬৪) মতে , এই ঊর্ধ্বাংশ সময়ে সময়ে জলসিঞ্চনের ফলে রাসায়নিক আবহবিকারের অন্তর্গত হয় । ফলে , শিলা বিয়ােজিত ও অপসারিত হয়ে এই মঞ্চ গঠন করে ।
  • জোয়ার মধ্যবর্তী মঞ্চঃ জোয়ার মধ্যবর্তীম উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ার সীমার মধ্যে অবস্থিত । এটি বিশুদ্ধ সমসত্ত্বশিলাপৃষ্ঠে গঠিত হয় । এইরূপ মঞ্চের ঢাল — অবতল প্রকৃতির ও সমুদ্রমুখী হয় । কোঙ্কন উপকূলের হাতিহরেশ্বর ও রত্নগিরি — এর উদাহরণ ।
  • নিম্ন জোয়ার মঞ্চঃ যখন সমুদ্রের জল গড় নিম্ন জোয়ার সীমার নীচে নেমে যায় , তখন স্বল্প সময়ের জন্য যে অনুভূমিক তরঙ্গকর্তিত মঞ্চ প্রকাশিত হয় , তাকে নিম্ন জোয়ার মঞ্চ বলে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।