ড্রেইকান্টার কি?

1
ড্রেইকান্টার কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমার ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ড্রেইকান্টার কি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

Advertisement

ড্রেইকান্টার কি ?

সংজ্ঞাঃ

মরু অঞ্চলে সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বাতাস প্রবাহিত হলে উন্মুক্ত শিলাখন্ডেরও বিভিন্ন দিক ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ ও চকচকে হয় । এরকম বহু মসৃণ তলবিশিষ্ট ভুমিরূপকে ড্রেইকান্টার (Dreikanter) বলে ।

উদাঃ

সাহারা মরুভূমিতে অনেক ড্রেইকান্টার দেখা যায় ।

বৈশিষ্ট্যঃ

ড্রেইকান্টার – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি বহু মসৃন তল বিশিষ্ট হয় ।
  2. বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে এটি সৃষ্টি হয় ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ। 

1 COMMENT

Comments are closed.